উদ্বাস্তু তুমি আর আমি
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
কোনো বিকেল আর
গোলাপ ছুঁতে পারবে না
ফুলের কোমলতার ওই যে সরু রাস্তা
একটি পাখির খাতিরে আকাশ দ্রুত নেমে ছিলো সীমান্তে।
মেঘমালা সুর্গন্ধে মাতাল হয়ে উঠেছিল
না-ঝড়ে পড়ার ঠিকানায়
চাঁদের ক্ষয়ে যাওয়া আলো আর যৌবন
তুমি-আমি ভুলে যাওয়া বিকেল নিয়ে
ডাকতে চেষ্টা করেছিলাম ।
পাখির উড়া বহুকাল যাবত বন্ধ ছিল।
ঐ মেঘমালা কিন্তু পাখির দৌড়ের থেকে বেশি না।
হাসির মাঝখানে ঝড়ে পড়া রূপে
প্রেম ধরে রেখেছিল আর দুই চোখে
ঐ গোলাপ ফুল।
তুমি আমি প্রেমের গর্বে যা আঁচড়ে ধরে রেখেছিলাম সাত জনম।
ফুলের পাপড়িতে টিকে থাকা মরচে রঙে
আর তখনই —
দুই চোখে প্রেম নিয়ে — হাঁটতে আরম্ভ করলে
খিলগাঁও চৌরাস্তায় …আরেক জীবনে এই
হাঁটা ছাড়া কি আর?
প্রতিদিনের হাঁটা যা তেমন গুরুত্বপূর্ণ
নয়,
নারিন্দার সকালের নাস্তা আর হেঁটে যাওয়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
আগে ; এখন হয়তো ভুলে গেছি।
ছোট একটা প্রফেশনাল জীবন পেয়ে।
হাত রাখার মতন হাত পেয়ে ছিলাম
অথচ আমি হাত রাখিনি।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫ ডিসেম্বর/ জই