গতকাল ২১ নভেম্বর ২০২১ ইং ভিয়েনায় করোনার লকডাউন,টিকা ও বিধিনিষেধ বিরোধীদের বিক্ষোভ
গতকাল দুপুরে অস্ট্রিয়ার জাতীয় সংসদের বিরোধীদল
ফ্রিডম পার্টি অস্ট্রিয়ার(FPÖ) সমর্থনে অস্ট্রিয়ার
রাজধানী ভিয়েনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
হবে। দুপুরের পর এই বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।
FPÖ দলের চেয়ারম্যান Herbert Kickl গত সপ্তাহে
এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন। তবে তিনি স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
ভিয়েনা রাজ্যের পুলিশ প্রশাসন জানিয়েছেন এই বিক্ষোভ অনুষ্ঠানের জন্য ৩,০০০ হাজার পুলিশ
সদস্যকে নিয়োজিত করার পরিকল্পনা করা হয়েছে।
ভিয়েনা পুলিশ প্রশাসন গতকাল দুপুরের পর থেকে
ভিয়েনার সিটির কেন্দ্রের বিভিন্ন সড়কে যানজটের
পূর্বাভাস দিয়েছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২ নভেম্বর/ জই