• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

মংছিংথোইংকে হত্যা চেষ্টার প্রতিবাদে চকোরিয়ায় এলাকাবাসীর বিক্ষোভ

গোলাম মোস্তফা চট্টগ্রাম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

মংছিংথোইংকে হত্যা চেষ্টার প্রতিবাদে চকোরিয়ায় এলাকাবাসীর বিক্ষোভ

মংছিংথোইং রাখাইনকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

“চকরিয়া উপজেলার সর্বস্তরের রাখাইন জনগণ” এর আয়োজনে আজ সকাল ১০ টায় চকরিয়া উপজেলার চত্বরে মাস্টার অংফোছিং সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন থোই অং (বুবু) সভাপতি বাংলাদেশ আদিবাসী ফোরাম, কক্সবাজার জেলা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক প্রিয়তুষ শর্মা চন্দন, পরিমল বড়ুয়া, সুমন কান্তি দাশ, ঐক্য পরিষদ জেলা সদস্য মংথেনহ্লা রাখাইন সাঃ সম্পাদক আদিবাসী ফোরাম, কক্সবাজার জেলা, মুকুল কান্তি দাশ সাঃ সম্পাদক চকরিয়া উপজেলা, নারায়ন কান্তি দাশ, সভাপতি পৌরসভা ঐক্য পরিষদ চকরিয়া, ছোট কান্তি নাথ, উহ্লা(কাহারিয়াঘোনা), ক্যনাই(কক্সবাজার সদর), আহ্লাহ্রী(পেকুয়া), মাস্টার উমংছিং(হারবাং), থোইহ্লা মং সদস্য বাংলাদেশ আদিবাসী ফোরাম,কক্সবাজার জেলা, তমাছিং মারমা (মহিলা বিষয়ক সম্পাদিকা বাংলাদেশ আঃলীগ, আজিজনগর,উবাএ (কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ প্রমুখ।

হারবাং এ মংছিংথোইং রাখাইনকে জবাই করে হত্যাচেষ্টার প্রতিবাদে বক্তারা বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা জানান, ভিকটিম খুব সহজ সরল সাদাসিধে মনের মানুষ। ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে হত্যা করতে পারে এমন কোন কথা কেউ বিশ্বাস করতে নারাজ বরং সকলে শংকিত কি কারনে কেন এই অসহায় মানুষের উপর রাতের অন্ধকারে পরিকল্পিত হামলা হলো! তাই সকলের উচিত সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে প্রশাসনকে প্রকৃত সত্য উধঘাটনে সহযোগিতা করা। আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করবে এটাই এলাকাবাসীর দাবি।

সমাবেশ থেকে নিম্নোক্ত দুটি দাবি জানানো হয়-
১। মংছিংথোইং রাখাইন হত্যাচেষ্টা দুস্কৃতিকারীদের গ্রেপ্তার পূর্বক অপারাধীদের দ্রুত গ্রেপ্তাররের করে দৃষ্টান্ত শান্তির দিতে হবে।
২। ভিকটিমের সু-চিকিৎসার জন্য সরকারে কাছে আর্থিক সহযোগিতার আহবান।
বিডিনিউজ ইউরোপ/১৯ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ