• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ধনবাড়ীতে ক্রেতার চাহিদা অনুযায়ী টিসিবির মাল পাচ্ছেন না ডিলার

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

ধনবাড়ীতে ক্রেতার চাহিদা অনুযায়ী টিসিবির মাল পাচ্ছেন না ডিলার

হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। সেই সঙ্গে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকেও বাড়ছে ক্রেতাদের ভিড়। ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দাম এখন হাতের নাগালের বাইরে। তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একটু ভোগান্তি হলেও টিসিবি থেকে পণ্য কিনছেন তারা।

সোমবার (২৫ অক্টোবর) ধনবাড়ী উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, টিসিবির ট্রাক দাঁড়ানো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ, তেল, ডাল, চিনি কিনছেন তারা। লাইন ভেঙে অনেকে আগে কিনতে চাচ্ছেন বলে তর্কাতর্কিও হচ্ছে।

ধনবাড়ী উপজেলা পাইস্কা ইউনিয়ন পরিষদ এর সামনে একটি ট্রাক দাঁড়ানো। পণ্য কিনতে এসে নারী ও পুরুষ পৃথক লাইনে দাঁড়িয়ে আছেন শতাধিক ক্রেতা। এখানে যারা পণ্য কিনতে এসেছেন তাদের মধ্যে প্রত্যেকেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারীর কাজ করেন জামাল। আধাঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে মাঝামাঝি এসেছেন তিনি। ধনবাড়ী তে অফিস। টিসিবির ট্রাক এসেছে শুনে কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে টিসিবির ট্রাকে পণ্য কিনতে এসেছেন। তিনি বলেন, বেতন দিয়ে এমনিতেই সংসার চালানো কষ্ট। বাড়িতে টাকা পাঠাতে হয়। যদি নিজের খাওয়ার পেছনেই পয়সা শেষ হয়ে যায়, তাহলে বাড়ি পাঠামু কী? তাই অফিসের কাছেই আছে এজন্য কিনে নিলাম।
পাইস্কা ইউনিয়নের স্থানীয় মেম্বার মোঃ আব্দুল মজিদ জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় ক্রেতা ভিড় জমেছে টিসিবির গাড়িতে।
চাহিদা অনুযায়ী পারছেনা ডিলারা পণ্য ডিলারদের চাহিদার স্বরূপ পন্যসামগ্রি বাড়িয়ে দিলে এলাকার মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হতো।

লাইনে দাঁড়ান
জমিলা বেগম এর কাছে জানতে চাইলে বলেন, ভাই, জিনিসের যে দাম। একদিনের বাজারও যদি সস্তায় কিনতে পারি তাও লাভ। আমরা তো আর বড় অফিসার না যে, অভাব নাই।

গতকাল মেসার্স আলম ব্রাদার্স টিসিবির পন্যসামগ্রি বিক্রি করেন।
টিসিবির ট্রাকের বিক্রয়কর্মী মোঃ তারেক জানান, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ডাল ৫৫ টাকা, চিনি ৫৫ টাকা ও এক লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। জিনিসের দাম বাড়ায় ট্রাকে ভিড়ও বাড়ছে। দুপুরের মধ্যেই সব পণ্য বিক্রি শেষ হয়ে গেছে বলে জানান তিনি।

ধনবাড়ী এলাকায় পাইস্কায় ইউনিয়ন এর সামনে বিকেল ৫ টার দিকে সব পণ্য শেষ করে চলে যাচ্ছিল একটি ট্রাক। শেষ মুহূর্তে পণ্য পাননি অনেকেই। এখানে নারী ক্রেতার সংখ্যা বেশি। এক বিক্রয়কর্মী বলেন, লাইনে এখনো অনেক মানুষ দাঁড়িয়ে। কিন্তু আমাদের সব পণ্য বিক্রি শেষ। এত বেশি ভিড় ছিল যে, তাড়াতাড়ি সব শেষ হয়ে গেছে। অনেকেই নিতে পারেনি।

টিসিবি থেকে পণ্য কিনতে এসেছেন এক নারী। তিনি বলেন, আমার স্বামী গাড়ি চালায়, আমি টুকটাক সেলাইয়ের কাজ জানি, যা ইনকাম হয় তাতে সংসারই চলে টেনেটুনে। এখন তো সব কিছুর দাম বাড়ছে। তাই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও যদি বাজার নিতে পারি, দু-তিনদিন তো অন্তত কম খরচে চলা যাবে।

বেশ কিছুদিন ধরে তেলের দাম বাড়তি থাকলেও হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দামও। ৩০ টাকার পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানেই খুচরা বাজারে বেড়ে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা। সয়াবিন তেল ১৫০ টাকা। মসুর ডাল মোটাটা বিক্রি হচ্ছে ৯০ টাকায়। চিকনটা ১২০ টাকা কেজি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ