• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

টেকনাফে কোস্টগার্ডের অভিযান ৮৪ হাজার ইয়াবাসহ আটক ১

জুবাইরুল ইসলাম (ককসবাজার) টেকনাফ
আপডেট : Rabu, ২২ সেপ্টেম্বর, ২০২১

টেকনাফের সাবরাং কোস্টগার্ডের অভিযান ৮৪ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ সাবরাং কাটাবুনিয়া চরাঞ্চলের ঝাউবন থেকে ৮৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিসিজি পূর্ব জোন টেকনাফ । আটককৃত ইয়াবাকারবারী টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত কাশেম আলীর পুত্র: মোঃ আমিন (৫০)

আজ ১৫ সেপ্টেম্বর ভোর রাতে এসব মাদকদ্রব্য ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

বিসিজি পূর্ব জোন টেকনাফের স্টেশন লে:কমান্ডার এম নাঈমুল হক জানান মাদকদ্রব্য ইয়াবাকারবারি
টেকনাফের সাবরাং ইউনিয়নের চরাঞ্চলের ঝাউবন এলাকায় কালো রঙের ব্যাগসহ এক ব্যক্তি হেঁটে আসতে দেখা যায় লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা তাকে বাঁশির দিয়ে থামানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে সাথে থাকা কালো রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৮৪ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে টেকনাফ বিসিজি পূর্ব জূন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে: কমান্ডার এম নাঈমুল হক’র সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করে জানান বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি,দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে ও থাকবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ