বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেনের অভিষেক সম্পন্ন
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেনের অভিষেক সম্পন্ন হয়েছে |গতকাল মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েছ শাপলা রেস্টুরেন্টে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার ও দূতাবাস প্রধান এ টি এম এম আব্দুর রউফ মণ্ডল |অভিষেকে জালাল আহমেদ কে সভাপতি ,বিল্লাল۔۔ হুসেন শাকিল কে সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম۔ ঘোষণা করেন |অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,আবুল কালাম আজাদ ,মোঃ বেলাল আহমেদ ,বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার , বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম আরেক সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ,এ এস আই আর এস রবিন , আল মামুন ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,আবুল কাশ্যেম মুকুল ,বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন এর সভাপতি জহিরুল ইসলাম , কমিউনিটি নেতা এক্রমুজ্জামান কিরণ ,আবুল হুসেন ,এস এম মাসুদ ,,দূতাবাসের কর্মকর্তা রেজা শাহ পাহলভী ,রাসেল দেওয়ান ,মুরাদ আহমেদ ,হেমায়েত খান ,আব্দুল কাইয়ুম মাসুক রমিজ উদ্দিন প্রমুখ |অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেন সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টা বাহারুল আলম ,মিঠু ,সহ সভাপতি ডালিমক ব্যাপারী রাজু ,আবুল হুসেন ,দিদারুল আলম ,মোঃ ইউনুছ ,রাজু আহমেদ ,বাবুল মিয়া ,যুগ্ম সম্পাদক ইবনে আলমগীর নিশাত ,মহিলা সম্পাদিকা শারমিন আক্তার প্রমুখ |
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৬সেপ্টেম্বর/জই