• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অবশেষে আন্তর্জাতিক ম্যাচে ফিরছে সাবিনারা

জহিরুল ইসলাম মিলন স্পোর্টস প্রতিবেদক
আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

অবশেষে আন্তর্জাতিক ম্যাচে ফিরছে সাবিনারা।

প্রায় আড়াই বছরের অধিক সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে নেই বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল দীর্ঘ দিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় মনস্তাত্ত্বিক ভাবে পিছিয়ে রয়েছে বাংলার মেয়েরা। অবশেষে আন্তর্জাতিক ম্যাচে ফিরছে সাবিনারা। নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ সেরে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তান যাবে বাংলাদেশ।

এশিয়ান কাপের বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে গতকাল নেপাল গিয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। কোভিড টেস্টে সবাই নেগেটিভ হয়ে আজ (মঙ্গলবার) প্রথম বারের মত অনুশীল সেরেছে সাবিনারা। অনুশীলন শেষে দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য জানালেন ম্যাচ খেলতে উদগ্রীব মেয়েরা।

“গত আড়াই বছর মেয়েরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। অনেকদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল। এখন সময় এসেছে আন্তর্জাতিক ম্যাচ খেলার। মেয়েরা মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে আছে। তাঁরা তাদের সেরাটাই উপহার দিতে চায়।”

বাফুফের ক্যাম্পে প্রায় ছয় সপ্তাহের মত অনুশীলন করেছে মেয়েরা। কঠোর পরিশ্রমের প্রতিফলন নেপালের বিপক্ষে দুটি ম্যাচেই প্রতিফলন ঘটবে বলে জানান বিপ্লব ভট্টাচার্য।

“গত ছয় সপ্তাহ ধরে আমাদের মেয়েরা কঠোর পরিশ্রম করছে এই ম্যাচগুলোর জন্য। সামনে আমাদের এশিয়ান কাপের বাছাইপর্ব আছে। এজন্যই আমরা নেপালের বিপক্ষে ম্যাচ খেলব। আমার বিশ্বাস মেয়েরা এই যে এত পরিশ্রম করছে তার প্রতিফলন ঘটবে নেপালের বিপক্ষে দুই প্রদর্শনী ম্যাচে। নেপালের বিপক্ষে আমরা যদি ভালো ম্যাচ খেলতে পারি, মেয়েরা উজ্জীবিত হবে এবং এশিয়ান কাপের জন্য আমরা তৈরি হয়েই উজবেকিস্তান যেতে পারব।

এদিকে নিজেদের ভুল ত্রুটি গুলা শুধরে নিয়ে ভাল খেলার প্রত্যয় শোনালেন মারিয়া মান্ডা।
“আমাদের লক্ষ্য উজবেকিস্তানে এশিয়ান কাপের মূলপর্বে কোয়ালিফাই করা। আমরা নেপালে এসেছি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। নিজেদের ভুল-ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য।”

আগামী ৯ ও ১২ ই সেপ্টেম্বর বিকাল ০৫:৩০ ঘটিকায় নেপালের দশরথ স্টেডিয়ামে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ