ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে টুর্নামেন্টে শুরু করল লাল-সবুজ জার্সিধারীরা
র্যাংকিংয়ে—সবদিক থেকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ফিলিস্তিনের জাতীয় ফুটবল দল। মাঠেও তারা বারবার প্রমাণ করে সেই ব্যবধান দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশকে সামনে পেলেই ফিলিস্তিন বুঝিয়ে দেয় দুই দেশের ফুটবলের পার্থক্যটা। রোববার আরেকবার বোঝালো কিরগিজস্তানের রাজধানী বিশকেকে। ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে শুরু করে লাল-সবুজ জার্সিধারীরা।
সর্বশেষ দুটি বঙ্গবন্ধু গোল্ডকাপে ২-০ ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশটির কাছে হেরেছিল বাংলাদেশ। দলটির বিপক্ষে ২-০ গোলে হারের হ্যাটট্রিকও হয়ে গেলো জামাল ভূঁইয়াদের। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল ফিলিস্তিনের, যোগ্যতর দল হিসেবেই জিতেছে তারা।
ফিলিস্তিন প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছিল স্বাগতিকদের কাছে। ২ গোলে দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশের সামনে কঠিন এক চ্যালেঞ্জই ছেড়ে দিলো। বাংলাদেশ ৩৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই আবার গোল ফিলিস্তিনের। বাংলাদেশের গোলরক্ষক সোহেল ভালো তিনটি সেভ না করলে হারের ব্যবধান বড় হতেও পারতো।
৬৮ মিনিটে দুটি পরিবর্তন। মতিন মিয়াকে বসিয়ে সুমন রেজা ও তারিককে বাসিয়ে বিপলু আহমেদকে নামিয়ে জেমি ডে চেষ্টা করেছেন ঘুরে দাঁড়াতে। ৮৫ মিনিটে আরও দুটি পরিবর্তন করা হয়। সেহরান খান মাঠে নামার মধ্যে দিয়ে বাংলাদেশের ফুটবলে তৃতীয় প্রবাসীর অভিষেক হলো। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর পর কানাডা প্রবাসী সেহরান খান।
শেষ দিকে বাংলাদেশের খেলোয়াড়দের পায়ে বল বেশি সময় থাকলেও গোল আদায় করতে পারেনি। বাংলাদেশ টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭সেপ্টেম্বর/জই