উখিয়া থাইংখালী গজুঘোনার আব্দুলাহ র্যাব-১৫ এ’র হাতে ৪, হাজার পিস ইয়াবা’সহ আটক।
কক্সবাজারের উখিয়া রাজাপালং পূর্ব শিলের ছড়া এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে মোঃ আব্দুল্লাহ আল নোমান ফয়সাল(১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আজ বৃহস্পতিবার (২ রা) সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ মিঃ সময় তাকে গ্রেফতার করা হয়।
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়নের- র্যাব-১৫ কক্সবাজার সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব’র চৌকস আভিযানিক একটি দল উখিয়া রাজাপালং ইউনিয়নের পূর্ব শীলের ছড়ার বায়তুর রহমান মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী (৪ নং ওয়ার্ডের)গজুঘোনা এলাকার মোস্তাক আহমেদের পুত্র: মোঃ আব্দুল্লাহ আল নোমান ফয়সাল (১৯)কে ধৃত করে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
আটকৃত আসামি মোঃ আব্দুল্লাহ আল নোমান ফয়সাল কে স্থানীয় উপস্থিত সাক্ষী গণের সামনে, ব্যাপক জিজ্ঞাসাবাদে সেই স্বীকার করেন যে, সেই দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ১৫।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩সেপ্টেম্বর/জই