এসএমপি’র গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় নাসির বিড়ি (পাতার বিড়ি) সহ একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬আগস্ট) সকাল আনুমানিক ০৭:৪০ ঘটিকার সময় ভারতীয় বিড়ির এই চালান আটক করা হয়।জানা যায়,সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কামাল বাজার ইউনিয়নস্থ নভাগ গ্রামের হাজী আরব আলী’র বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ১,২৭,৫০০ (একলক্ষ সাতাশ হাজার পাঁচশত) শলাকা ভারতীয় তৈরী শেখ নাসিরুদ্দিন বিড়ি (পাতার বিড়ি)সহ বিড়ি পরিবহনকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (সিলেট মেট্রো নং ১১-১৫৫২) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ডিবি পুলিশের অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে গাড়ীতে থাকা অজ্ঞাতনামা ০২ (দুই) জন চোরাকারবারী ব্যক্তি পিকআপ ভ্যানটি ঘটনাস্থল হাজী আরব আলী সাহেবের বাড়ীর সামনে ফেলে রেখে পালিয়ে যায়।উক্ত ঘটনায় চোরাকারবারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাতনামা চোরাকারবারীরা সিলেট গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা হতে অন্যান্য চোরাকারবারীদের সহায়তায় উক্ত বিড়ি বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট ঘটনাস্থল এলাকায় নিয়ে আসে। উদ্ধারকৃত ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ির আনুমানিক মূল্য ১,২৭,৫০০ (একলক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা।
উক্ত ঘটনায় অজ্ঞাতনামা চোরাকারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিবি/মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ শাহিন মিয়া, এসআই(নিঃ) আবু রায়হান নূর, এসআই(নিঃ) খোকন দাস, এসআই(নিঃ) নূর মোহাম্মদ তাপাদার, এসআই(নিঃ) মোঃ সাহিদুল আলম, এএসআই(নিঃ)আব্দুস সামাদ, এএসআই(নিঃ) ইব্রাহিম আল সুমন, কনস্টেবল-১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল-১৮৬৮ ইকবাল হোসেন, কনস্টেবল-১৫৭২ জালাল উদ্দিন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬আগস্ট/জই