সিলেটে ট্রাফিক পুলিশের অযাচিত মামলায় শ্রমিক নেতৃবৃন্দের তীব্র প্রতিবাদ
সিলেটে ট্রাফিক পুলিশের অযাচিত মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।
২৪আগস্ট,মঙ্গলবার বিকেলে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি:নং চট্র-৭০৭) এর উদ্যোগে নগরীর ভার্থখলা কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
শ্রমিক সংগঠনের সভায় সভাপতি জাকারিয়া আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সভাপতি সুন্দর আলী খান,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মিয়া,সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ,প্রচার সম্পাদক মোহাম্মদ আলী,
আব্দুল মান্নান,চুনু মিয়া,রফিকুল ইসলাম,এম.নুরুল ইসলাম,লিটন মিয়া এম.বরকত আলী,সুজন মিয়া,এমাদ উদ্দিন,মুহিবুর রহমান এপল,ফরিদ মিয়া,আলতাফ হোসেন চৌধুরী,কাওছার মিয়া,রাজা আহমেদ রাজা,আমান উল্লাহ ফারুকী,মানিক মিয়া,আব্দুল খালিক,ইউসুফ আলী,শিবলু আহমেদসহ সিলেট জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ট্রাফিক পুলিশের অযাচিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,দিনমজুর শ্রমিকরা দিন আনে দিন খায়,এর উপর যখন মামলা আর রেকারের মতন বাড়তি বিড়ম্বনায় শ্রমিকদের পড়তে হয় তখন সইতে বর্ণনাতীত কষ্ট করতে হয় শ্রমিকদের।ট্রাফিক পুলিশের অহেতুক এই হয়রানি শ্রমিক নেতৃবৃন্দকে উদ্বিগ্ন করে তুলছে।
এসময় বক্তারা আরো বলেন,অনতিবিলম্বে শ্রমিকদের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে,শ্রমিকদের সুন্দর ভাবে কর্মক্ষেত্রে চলার সুযোগ সৃষ্টি করতে হবে,শ্রমিক বিড়ম্বনা সহ্য করা হবে না।দিনমজুর শ্রমিকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫আগস্ট/জই