সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং স্পেন আওয়ামীলীগের সভাপতি এস আর আই আর রবিন কে ধারাবাহিক মিথ্যা অপবাদ ,কুৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্পেন আওয়ামীলীগ |গতকাল۔রাতে মাদ্রিদের মাইশা রেস্টুরেন্টে |সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম সেলিমের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম|নেতৃবৃন্দের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন ,একটি কুচক্রী মহল কাঙ্খিত পদ বঞ্চিত হয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে |দলের শৃঙ্খলা বিরোধী ,ও অগঠনতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে |দলের সভানেত্রীর নির্দেশে সর্ব আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দেশে দেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নিরলস কাজ করে যাচ্ছেন| ,কুটকৌশল ও ষড়যন্ত্র করে তাদের অগ্রযাত্রা রুদ্ধ করা যাবে না |
রিজভী আলম আরো বলেন ,স্পেন আওয়ামীগের সভাপতি আই এস আর রবিনের ছবি ,ভিডিও এবংআমার ভয়েস এডিট করে বিভ্রান্তি ,প্রপাগন্ডার ছড়াচ্ছে একটি কুচক্রী মহল| স্পেন আওয়ামীলীগ তথা সর্ব ইউরোপ আওয়ামীলীগ কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন |এ সময় উপস্থিত ছিলেন ,স্পেনে আওয়ামীলীগের প্রথম সহ সভাপতি একরামুজ্জামান কিরণ ,সহ-সভাপতি কবির হোসেন ,সিনিয়র যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী ,যুগ্ম সম্পাদক বেলাল আহমেদ ,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম , নির্বাহী সম্পাদক শেখ রাসেল শিশু কিশোর সংসদের আহ্বায়ক আফসর হুসেন নীলু প্রমুখ |
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২আগস্ট/জই