• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

সাহস হারাবেন না-যেকোন দুযোর্গে সবর্দা পাশে আছি -এমপি নিক্সন চৌধুরী

নয়ন ফকির ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

সাহস হারাবেন না-যেকোন দুযোর্গে সবর্দা পাশে আছি -এমপি নিক্সন চৌধুরী
দুযোর্গ সাময়িক একটি বিপদ তাই দুযোর্গে সাহস হারাবেন না। যেকোন দুযোর্গে সর্বদা আপনাদের পাশে আছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শত প্রতিকুলতার মাঝেও বুকে সাহস নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তারই নির্দেশনায় যেকোন দুযোর্গে সকল ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে এসে দাড়িয়েছি। গত ২৮শে জুলাই বুধবার গভীর রাতে ১ মিটিনের ঘুর্নিঝড়ে যারা ক্ষতিগ্রস্থ্য হয়েছেন আপনাদের সকলকে নগত ৬ হাজার টাকা, ২ বান্ডিল টেউটিন, ১০ কেজি চাউল ও ১ বস্তা শুকনো খাবার ব্যবস্থা করা হলো।

আগামীতে জেলা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে যতদিন ক্ষতিগ্রস্থ্যরা ঘর নিমার্ন করতে না পারবেন তাদের জন্য অস্থায়ী থাকার ক্যাম্প তৈরী করা হবে। আপনারা সাহস হারাবেন না যেকোন প্রয়োজনে প্রশাসনের কাছে আসবেন। করোনা পরিস্থিতি ফরিদপুরে চরম পর্যায় পৌছে গেছে। তাই সকলে সরকারের নিদের্শ মেনে চলুন।


শুক্রবার বিকালে উপজেলা চুমুরদী ইউনিয়নের হরিখোলা মন্দিরে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে এসব ত্রান বিতরন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান এস,এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু প্রমুখ।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান বলেন, ঘুর্নিঝড়ের ফলে যারাই ক্ষতিগ্রস্থ্য হয়েছে প্রথম দিনে আমরা তাদেরকে আর্থিক সাহায্য ও চাল বিতরন করি। আজ মাননীয় সাংসদকে সাথে নিয়ে ত্রান ও দুযোর্গ পুর্নবাসন প্রকল্প হতে তাদের ঘর তুলে দেওয়ার জন্য টিন, নগত টাকা ও খাবার বিতরন করি। অসহায় প্রতিটি পরিবারের পাশে আমরা সর্বদা আছি।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১জুলাই/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ