সৌহার্দ্য ,ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় ও আত্মত্যাগের মহিমায় ইউক্রেনে ঈদুল আযহা পালিত হয়েছে।ইউক্রেনের কেন্দ্রীয় মসজিদ”মসজিদুল আর-রহমানে”২০ জুলাই মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮:০০ ঘটিকায়,প্রথম ঈদুল আযহা জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদ সহ রাজধানি কিয়েভের বিভিন্ন মসজিদে ও ইউক্রেনের বিভিন্ন শহরে প্রায় অর্ধশতাধিক মসজিদে ঈদুল আযহার নামাজ জামাতে আদায় করেছেন ইউক্রেনের স্থানীয় ও বসবাসরত ভ্রাতৃত্বের সম্প্রীতিতে সিক্ত বিভিন্ন কমিউনিটির মুসল্লিগণ।ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় ইউক্রেনে বসবাসরত স্থানীয় ও বিভিন্ন কমিউনিটির মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছে।বিগত বছর গুলোতে উল্লেখযোগ্য হারে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং রাষ্ট্রীয় ভাবে মুসলিম কমিউনিটিকে সহায়তা করায় , মুসলমানদের ধর্মীয় নানাবিধ অনুষ্টান পালনে ইউক্রেন বসবাসরত মুসলিমদের মাঝে উল্লেখযোগ্য উদ্দিপনা পরিলক্ষিত হচ্ছে। প্রায় ৭হাজার জন মুসল্লিহ্’র ধারন ক্ষমতা সমপন্ন মসজিদটিতে ,মুসল্লিগণের উপস্থিতে পরিপূর্ন ছিল।মহিলাদে জামাতে সালাত আদায়ের বিশেষ ব্যবস্থা রয়েছে কেন্দ্রীয় এই মসজিদটিতে।বিভিন্ন কমিউনিটির মুসলিমদের ন্যায় ইউক্রেন বসবাসরত বাংলাদেশী মুসলিম পরিবার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র,ছাত্রী দের “ঈদ” উদযাপন ও ছিল ভ্রাতৃত্ববোধে সিক্ত।
পরিশেষে ইউক্রেনের কেন্দ্রীয় মসজিদ্’র মুফতি শেখ মো: তামীম।একক সৃষ্টিকর্তা কাছে অটুট মুসলিম উম্মাহ্ ঐক্য ও শান্তি কামনা করে মুনাজাত করেন।
bdnewseu24.com/24july/ZI