• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল ভোলার তুলাতুলি পার্কে বিনোদনের নামে প্রকাশ্যে চলছে অশ্লিলতা ভোলায় সাংবাদিক নাহিদের উপর হামলা কারীদের গ্রেফতারের জন্য মানববন্ধন ভোলার আ’লীগের সাধারণ সম্পাদক ও সহধর্মিণীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রতিবেশী দেশ সমূহের সাথে সম্পর্কোন্নয়নে ভারতের নতুন করে উদ্যোগ সাবেক সংসদ সদস্য সুমন গ্রেফতার উনাকে পল্লবী থানায় রেখেছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল, সম্পাদক সুমন, উপদেষ্টা মাহবুবুর রহমান নির্বাচিত নিরাপত্তার স্বার্থে সাকিব কে দেশে না ফেরার পরামর্শ: ক্রিড়া উপদেষ্টা আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অস্ট্রিয়া তিন দলীয় কোয়ালিশন সরকারের পথে এগোচ্ছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতির কারনে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার সেবার পরিবর্তন

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক অস্ট্রীয়া
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতির কারনে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার সেবার পরিবর্তন

অষ্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতির ক্রমাবনতি ও অস্ট্রিয়া সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও নির্দেশনার প্রেক্ষিতে অত্র দূতাবাসের কন্স্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা যাচ্ছেঃ


ক) পাসপোর্ট নবায়ন, ভিসা ইস্যু, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) স্ট্যাম্প, কাগজপত্র সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ ইস্যু প্রভৃতি সেবার জন্য সেবা প্রার্থীদের সশরীরে দূতাবাসে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং এ সকল ক্ষেত্রে ডাকযোগে সেবা গ্রহণ করতে অনুরোধ করা যাচ্ছে।
খ) যে সকল সেবা গ্রহণের ক্ষেত্রে সশরীরে দূতাবাসে আসার বাধ্যবাধকতা রয়েছে, সে সকল ক্ষেত্রে ইমেইলের (consular.office.bgd@gmail.com) মাধ্যমে এপয়েন্টমেন্ট (appointment) গ্রহণ করে নির্ধারিত দিনে দূতাবাসে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
গ) সেবা গ্রহণের জন্য দূতাবাসে আসার একান্ত প্রয়োজন হলে বাধ্যতামূলক মাস্ক পরিধান, দূতাবাস প্রবেশদ্বারে রক্ষিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও কমপক্ষে ২ মিটার দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঘ) যে কোন তথ্যের জন্য দূতাবাসের টেলিফোন নং +৪৩ ১ ৩৬৮ ১১১১ এ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ে কল করতে অনুরোধ করা যাচ্ছে। অফিস সময়ের বাইরে অতি জরুরী ক্ষেত্রে দূতাবাসের জরুরী নম্বর +৪৩ ৬৮৮৬০৬০৩০৬৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঙ) এ বিষয়ে সকলের সহযোগিতা কাম্য।
বিডিনিউজ ইউরোপ/১৬ নভেম্বর/জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ