লাল শাড়ী
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
দেখছো তবে, চলছে কেমন,এমন কথা জানে,
চটপট তাঁর কথার ঝুড়ি, সবি কি তা মানে।
মানতে গেলে শালিস বিচার, ধরতে হবে তাঁরে,
কথার মাঝে কথা খুঁজে,দোষ দিবে কারে।
বয়ে বয়ে মাথা নাড়ে,মন যে তাঁর ঘরে,
উৎপাতে তাঁর চলে ঠেলা,এমনি বুজি পড়ে।
লাল মুখে তাঁর রসের কথা, শোনে সবাই তবে,
কোলাহলে ঘুরছে মাথা, চড় দিবে যে তবে।
কেন ঘরেতে ঢুকলি তবে,নিলে কেনো শাড়ী
খুড়ার কথায় জঠিল হিসেব,বিচার বুঝি করি।
শাড়ীর জন্য তাঁর বউ, কানছিল দুইদিন ধরি,
রঙিন শাড়ী আনবো স্বামী যেমন ছুটে পারি।
চুরের কি আর হিসেব ছিল,জানতো কি আর মনে,
শাড়ীর জন্য ছুটতে হবে,খুঁজতে হবে জনে।
পা যে আর চলেনা আমার,তাই তো বসে আছি,
শাড়ীর জন্য চিন্তা করি,কিনবো তবে বাকি।
লাল শাড়ীটা সখের শাড়ী,দিয়েছিল তাঁর মা,
চুরে কি আর জানতো তবে,ভাবতো উপমা।
এমন কথা,যেমন কথা আসছে মাথায় চলে,
শাড়ীর কথা ভাবলে তবে, চোখ উঠে কপালে।
কি বলে যে বুঝাই ছিলাম,ভুলে গেছি তবে,
শাড়ীর কথা মনে হলে,হাসে এখন সবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৫জুলাই/জই