• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

লাল শাড়ী শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃ সুরুজ আলী সূর্য ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১

লাল শাড়ী
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

দেখছো তবে, চলছে কেমন,এমন কথা জানে,
চটপট তাঁর কথার ঝুড়ি, সবি কি তা মানে।
মানতে গেলে শালিস বিচার, ধরতে হবে তাঁরে,
কথার মাঝে কথা খুঁজে,দোষ দিবে কারে।
বয়ে বয়ে মাথা নাড়ে,মন যে তাঁর ঘরে,
উৎপাতে তাঁর চলে ঠেলা,এমনি বুজি পড়ে।
লাল মুখে তাঁর রসের কথা, শোনে সবাই তবে,
কোলাহলে ঘুরছে মাথা, চড় দিবে যে তবে।
কেন ঘরেতে ঢুকলি তবে,নিলে কেনো শাড়ী
খুড়ার কথায় জঠিল হিসেব,বিচার বুঝি করি।
শাড়ীর জন্য তাঁর বউ, কানছিল দুইদিন ধরি,
রঙিন শাড়ী আনবো স্বামী যেমন ছুটে পারি।
চুরের কি আর হিসেব ছিল,জানতো কি আর মনে,
শাড়ীর জন্য ছুটতে হবে,খুঁজতে হবে জনে।
পা যে আর চলেনা আমার,তাই তো বসে আছি,
শাড়ীর জন্য চিন্তা করি,কিনবো তবে বাকি।
লাল শাড়ীটা সখের শাড়ী,দিয়েছিল তাঁর মা,
চুরে কি আর জানতো তবে,ভাবতো উপমা।
এমন কথা,যেমন কথা আসছে মাথায় চলে,
শাড়ীর কথা ভাবলে তবে, চোখ উঠে কপালে।
কি বলে যে বুঝাই ছিলাম,ভুলে গেছি তবে,
শাড়ীর কথা মনে হলে,হাসে এখন সবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৫জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ