শ্রীমঙ্গলে কর্মহারা মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ
গত ০৬ জুলাই ২০২১ইং রোজ মঙ্গলবার ভাড়াউড়া কল্যান পরিষদ শ্রীমঙ্গল, এর পক্ষ থেকে সরকার ঘোষিত লকডাউনে কর্মহারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে কিছু উপহার সামগ্রী।
প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতায় কর্মহারা ৭৫টি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে এসকল উপহার সামগ্রী।
ভাড়াউড়া কল্যান পরিষদ শ্রীমঙ্গল
যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে তারা হলেন যথাক্রমে মোঃ রাজু আহমদ,মোঃশায়েল আহমদ,নাজমুল,মোয়াজ,জুবায়ের,ইমু,
নাদিম,মিজান,শাকেল ও মতাই মিয়া প্রমুখ।
এই মহৎ কাজে ধন্যবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের মুখ্য সচিব সাপ্তাহিক চায়ের রাজধানীর সম্পাদক কবি আজম মিজান। তিনি আরো বলেন”সরকার ঘোষিত লকডাউনে
অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে।তাদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।”
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুলাই/জই