• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

মোংলায় অসহায় নারীর আর্তনাদ মৃত্যু ছাড়া পথ নেই ভালোবেসে সব হারিয়েছি

জেলা প্রতিনিধি বাগেরহাট
আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

মোংলায় অসহায় নারীর আর্তনাদ মৃত্যু ছাড়া পথ নেই ভালোবেসে সব হারিয়েছি

বাগেরহাট জেলাম অন্তরগত মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের ঠোটারডাঙ্গা গ্রামে গৃহ বধু সানজিদা আক্তার নুপুর (নিশি বড়ুয়া) এর উপর অমানবিক আচারন করা হয়ছে।ভুক্তভোগী ওই নারি জানায় জম্নসুত্রে তিনি বৌর্দ্ধ ধর্ম অনুসারি ছিলেন।এবং তার জন্ম সুত্রে বাসস্থান চট্টগ্রামে ।অভিযুক্ত এর সাথে তার পরিচয় কর্মসুত্রে সেখান থেকে প্রেমের সম্পর্ক হয় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ঠোটারডাঙ্গা গ্রামের আঃ ছালাম শেখের ছেলে মহিবুল্লার সাথে ।তার পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।অবশ্যই বিবাহ হওয়ার আগেই ভুক্তভোগী নারি তার নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।

এর পর সবাই হতাসার গল্প।বিয়ের কিছুদিন পরই ভুক্তভোগী নারি বুজতে পারে, সবই ছিল প্রতারনার ফাদ,মূলত তার কাছে থাকা 500000(5 লক্ষ) টাকা,4 বরি স্বর্ন নেওয়ার কৌশল, কেননা বিয়ে করার 1 বছরের মাথায়ই তাকে বিক্রি করে দেওয়া হয় শহুরের এক পতিতলায়। সেখানে কাটে তার নিষ্ঠুরতার দিন। সইতে হয় অমানবিক আচারন।ভাগ্গের জোরে সেখান থেকেও বেচে যায়।এক সময় বহু চেস্টার পর পতিতলায় থেকে সে পালিয়ে আসতে সক্ষম হয়।

নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করায় আর ফিরে যেতে পারে নিজের কাছের মানুষদের কাছে, ফিরে আসে নিজের ভালোবাসার মানুষ যার জন্য ত্যাগ করে এসেছে মা- বাবা, সহ সকল কে।তবে তখন ও ঠাই হয় নি নিষ্ঠুরতার ওই মানুষগুলোর কাছে। তবে থেমে যায়নি ভুক্তভোগী নারি।অসহায় হয়েও থেকে যায় স্বামির নিজ বাড়িতে, তাকে তাড়ানোর জন্য যখন শশুর – শাশুড়ি শুরু করে অমানবিক অত্যাচার । এক সময় ভুক্তভোগী নারী বিচার চায় অত্র এলাকার জনপ্রতিনিধিদের কাছে, তখন ইউপি চেয়ারম্যান এর আর্দেশ অনুযায়ী তাকে মাসিক 2000 হাজার টাকা করে দিতে নির্দেশ দেয়। তবে তাও জোটেনি বেশি দিন।এক সময় বন্দ হয় সেই মাসিক টাকা ও।

তারপর এক সময় এলাকাবাসী ভুক্তভোগী নারীর পাসে দাড়ায় ঠিক তখনই রাতের আদারেই ভুক্তভোগী নারী কে রেখে বাড়ির সবকিছু বিক্রি করে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর আরো অসহায় হয়ে পড়েন তিনি।এক সময় এলাকার সবার সহোযোগিতায় তার স্থান হয় পাসের বাড়িতে ( চাচা শশুর) এর বাড়ি। বর্তমানে ভিক্ষা করেই তিনি জীবন যাপন করে।

ভুক্তভোগী নারি সহ এলাবাসির দাবি দ্রুতই এই অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান । এই বিষয়ে ভুক্তভোগী নারি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ