ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের ফ্রী অক্সিজেন সেবা
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে থমকে আছে সবকিছু, ঝালকাঠি তে ফোন পাওয়ার সাথে সাথেই সেচ্ছাসেবী হিসেবে ফ্রী অক্সিজেন পৌঁছে দিচ্ছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পংকজ কুমার দে ও জেলা ছাত্রলীগের কর্মী রাজু বনিক আকাশ প্রমুখ ঝালকাঠি তে অক্সিজেন সমস্যা নিয়ে স্টাটাস দেন সাগর হালদার,সেই স্ট্যাটাস দেখে শাহী ৯৯ কোম্পানির অংশীদার রাজিবুর রহমান রাজিব, সাগর হালদার এর কাছে ২ টি অক্সিজেন হস্তান্তর করেন, সিলিন্ডার দুইটি সাগর হালদার এর তত্বাবধানে আছে, সেই অক্সিজেন সিলিন্ডার দুইটি নিজেদের জীবন বাজি রেখে রুগীদের কাছে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের দুই তরুণ কর্মী। পঙ্কজ কুমার দে বলেন মানবতার সেবায় ছাত্রলীগ সবার আগে, রাজু বনিক আকাশ বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে উজ্জীবীত হয়েই আমরা সবসময় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, ঝালকাঠির বিত্তবান শ্রেণির মানুষদের এই সংকটে এগিয়ে আসার আহবান জানান ছাত্রলীগের পঙ্কজ ও রাজু।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুলাই/জই