শান ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত, রিপন শান চেয়ারম্যান, তানিয়া সুলতানা হ্যাপি মহাসচিব
গাজী তাহের লিটন, ব্যুরো চিফ, ভোলাঃ বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ সালাউদ্দিন আহমাদ মিয়া এবং মুক্তিযোদ্ধার সন্তান কবি শাহাবুদ্দিন রিপন শান এর রক্তধারা ও ভক্তধারার আবহমান সামাজিক সাংস্কৃতিক মানবতাবাদী জোট ” শান ফাউন্ডেশন ” এর কার্যনির্বাহী কমিটি ২০২১- ২০২৩ গঠিত হয়েছে।
লালমোহন পৌরসভার পূর্বপাড়াস্হ রোদসী ভূবনে ফাউন্ডেশনের সকল পর্যায়ের সদস্যদের সাথে অনলাইন কনফারেন্সিঙের মাধ্যমে গঠিত হয়- সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় কমিটেড মানবতাবাদী এই সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ।
৩ মার্চ ২০০০ সালে প্রতিষ্ঠিত ব্যতিক্রমী এই ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ সালাউদ্দিন আহমাদ মিয়ার সন্তান কবি শাহাবুদ্দিন রিপন শান । সহপ্রতিষ্ঠাতা অকালপ্রয়াত কণ্ঠশিল্পী ও সমাজকর্মী আব্দুল্লাহ আল হাসান রিয়াজ । প্রথম চেয়ারম্যান শাহাবুদ্দিন রিপন শান এবং প্রথম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান রিয়াজ ( প্রয়াত ) ।
বিভিন্ন সময়ে ভোলার লালমোহনে বহুমাত্রিক সামাজিক সাংস্কৃতিক মানবতাবাদী আয়োজনের মধ্য দিয়ে ফাউন্ডেশনটি আজ ২১ বছর বয়সসীমা অতিক্রম । গুণীর কদর, জ্ঞাণীর আদর করে করে বীরদর্পে এগিয়ে চলছে শান ফাউন্ডেশন । সমকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুবুর রহমান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়ে করোনাকালে নানান রকম মানবিক উদ্যোগ ও উদ্দীপনায় বহু মানুষের হৃদয়ে আসন গেঁড়েছে শান ফাউন্ডেশন ।
৩ জুলাই ২০২১ অনলাইন বন্ধনে পূণর্গঠিত শান ফাউন্ডেশনের তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে, ইউরো বাংলা টাইমস এর ম্যানেজিং এডিটর ও ইউরো সমাচার এর বাংলাদেশ ব্যুরো চিফ কবি কণ্ঠশিল্পী শাহাবুদ্দিন রিপন শানকে চেয়ারম্যান, মনপুরা সরকারি কলেজের উপাধ্যক্ষ সাজ্জাদ হোসেনকে নির্বাহী চেয়ারম্যান, ডাচবাংলা ব্যাংকের এভিপি একেএম গিয়াসউদ্দিন মুরাদকে ও কো- চেয়ারম্যান , ব্যারিস্টার সাদিয়া আরমান কে সিনিয়র সহসভাপতি এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদক, কটিয়াদীর ভূমিকন্যা কবি সমাজকর্মী তানিয়া সুলতানা হ্যাপি কে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে ।
কমিটির সহ-সভাপতিগণ হলেন- কবি গাজী তাহের লিটন, সাংবাদিক টিটু বড়ুয়া, মেজবাহউদ্দিন সম্রাট, মাকসুদ তালুকদার, প্রভাষক মো: আসাদ উল্লাহ, প্রভাষক মোশাররফ হোসেন ফরহাদ, প্রভাষক কামরুল হোসেন সোহাগ, মোহাম্মদ মেহেদী হাসান, আশরাফুল জুমলাত উজ্জ্বল, মোঃ নাজমুল হোসেন এবং দিলরুবা জাহান আরজু ।
যুগ্ম সম্পাদক যথাক্রমে সাংবাদিক মিজান হাওলাদার, জান্নাতুল মাওয়া শান এবং মোঃ শাহে আলম । সাঙগঠনিক সম্পাদক মোঃ বনি আমিন, অর্থ সম্পাদক মনিরুজ্জামান রতন, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির, সমাজকল্যাণ সম্পাদক সাজেদা শান রুপা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর মোঃ আসাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন রুবেল শান, অনুষ্ঠান সম্পাদক মাহতাব উদ্দিন মিরাজ শান, নারী ও শিশুকল্যাণ সম্পাদক রেহমান রিপু, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক রাসেল মাহমুদ, সাহিত্য ওসাংস্কৃতিক সম্পাদক কৌশিক আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক আফছার উদ্দিন শামীম শান, ক্রীড়া ও উৎসব সম্পাদক তামিম করিম মহাজন, তথ্য ও গবেষণা সম্পাদক আফসানা মোল্লা,
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাবরিনা তণ্বী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পিয়ারুল ইসলাম মিল্লাত এবং এনজিও বিষয়ক সম্পাদক মহিউদ্দিন ওয়াসি । নির্বাহী সদস্যরা হলেন:শাহানা শান নাসিমা, শরিফ উদ্দিন টিপু শান, অলিউল্লাহ বাচ্চু, নুরুল ইসলাম মেম্বার, গিয়াসউদ্দিন নিরব, সোহাগ শান, মোঃ শাকিল শান, মোঃ রাশেদ শান, মোঃ রাফু শান এবং খাদিজা রওশান ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুলাই/জই