• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো, মৃত্যু-২৬

সাব্বির আলম বাবু ভোলা প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো, মৃত্যু-২৬

ভোলায় করোনা সংক্রমন ২ হাজার ছাড়ালো। গত এক বছরে এ পর্যন্ত আক্রান্ত প্রায় ২ হাজার ৮ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ৩৩ টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে ভোলা সদরে ৪ জন এবং বোরহানউদ্দিনে ৩ জন রয়েছে। জেলায় মোট আক্রান্তের মধ্যে সুস্থ্য হয়েছে এক হাজার ৯৪৯ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৭২ জন। যাদের মধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সুত্র জানিয়েছে, গত এক বছরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। যাদের মধ্যে সদরে ১৬ জন, দৌলতখানে ৩ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৩ জন ও চরফ্যাশনে ২ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে আক্রান্ত ১৩৫৬জন। এদের মধ্যে সুস্থ্য ১৩৩৩ জন। দৌলতখানে মোট আক্রান্ত ৯৭ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৮ জন। বোরহানউদ্দিন উপজেলায় ২০৪ জনের মধ্য সুস্থ্য ১৯২ জন। লালমোহন উপজেলায় ১১৯ জনের মধ্যে সুস্থ্য ১১৪ জন। চরফ্যাশন উপজেলায় ১২৪ জনের মধ্যে সুস্থ্য ১১৮ জন। তজুমদ্দিনে আক্রান্ত ৭৪ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭০ জন এবং মনপুরা উপজেলায় ৩৪ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৪ জন।
ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সিরাজ উদ্দিন জানান, ভোলায় আক্রান্তের হার কিছুটা কম। তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ১০০ বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনা ইউনিটে ৮ জন চিকিৎসক ও ৩২ জন নার্স দায়িত্বরত আছেন। এছাড়াও ৩টি আইসিইউ বেড ও ৩টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা চালু রয়েছে, করোনা সংক্রমন রোধে জেলা ব্যাপী স্বাস্থ্যবিভাগ কাজ করছে বলেও জানান তিনি।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ