স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা পদক পেলেন শফিকুল ইসলাম শফি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদের বারবার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি কে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্মাননা পদক দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলার স্বনামধন্য উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনার -রশিদ হীরা
উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফিন
ধনবাড়ী উপজেলা ভবনে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শফিকুল ইসলাম শফি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা পদক আমার কাছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এই সম্মাননা পদক এ যারা আমাকে নির্বাচিত করেছেন
তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ এবং চির ঋণী হয়ে থাকবো ।
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবস এবং মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী । একইসাথে এই বছরই আমাদের স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা।
স্বাধীনতা এবং দেশের জন্য আত্মদানকারী
বীর শহীদদের এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার ইউনিয়নবাসী তথা ধনবাড়ী উপজেলার সর্বসাধারণের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম এবং দেশবাসীকে জানাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনেক শুভেচ্ছা।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২জুলাই/জই