• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে স্বামী স্ত্রীসহ আটক ৩, গাজা ও ইয়াবা উদ্ধার

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৫ জুন, ২০২১

পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে স্বামী স্ত্রীসহ আটক ৩ গাজা ও ইয়াবা উদ্ধার।

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় পু‌লি‌শের পৃথক বি‌শেষ অ‌ভিযা‌নে গাজা, ইয়াবা ও মাদক বি‌ক্রির টাকাসহ স্বামী স্ত্রীসহ ৩ জন‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। বৃহস্প‌তিবার (২৪ জুন) দিবাগত রা‌তে এই অ‌ভিযান প‌রিচালনা ক‌রে সালথা থানা পু‌লিশ।

সালথা থানা পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌সিকুজ্জামান এর নেতৃ‌ত্বে শুক্রবার (২৫ জুন) রাত সা‌ড়ে ৩টার দি‌কে মাঝারদিয়া ইউ‌নিয়‌নের হো‌ড়েরকা‌ন্দি এলাকা থে‌কে ১১০ পিস ইয়াবা, ৮ শত গ্রাম গাজা ও এক‌টি মোবাইলসহ ১ জন‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃত ব‌্যা‌ক্তির নাম গফফার মোল‌্যা (৩০) সে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের হো‌ড়েরকা‌ন্দি এলাকার আ‌লি মোল‌্যার ছে‌লে।

আটককৃত গফফার মোল‌্যা (৩০) প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে আ‌লো‌চিত কাগ‌দি বাজা‌রে ৬ দোকা‌নে চু‌রির সা‌থে জ‌ড়িত ব‌লে স্বীকার ক‌রে। চু‌রির ঘটনায় সে ১০৫০০/- টাকা ভা‌গে পায়, সেই টাকা হ‌তে ২৮০০/- টাকার গাজা ক্রয় ক‌রে এবং চু‌রির ৮২০০/- টাকা উদ্ধার ক‌রে পু‌লিশ।

আরও জানা যায়, পৃথক আরও এক‌টি অ‌ভিযা‌নে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌সিকুজ্জামান এর নেতৃ‌ত্বে শুক্রবার (২৫ জুন) ভোর রা‌তে সোনাপুর ইউ‌নিয়‌নের রা‌য়েরচর এলাকা থে‌কে ১২৫ পিস ইয়াবা, ইয়াবা বি‌ক্রির ৪১৫০/- টাকা ও দু‌টি মোবাইলসহ স্বামী স্ত্রী‌কে আটক ক‌রে সালথা থানা পু‌লিশ। আটককৃত স্বামীর নাম র‌বিউল কাজী (২৭), সে উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের রা‌য়েরচর এলাকার আক্তার কাজীর ছে‌লে এবং স্ত্রী মোছাঃ ব‌বিতা বেগম (২২)। তারা দুজ‌নেই ঐ এলাকার বা‌সিন্দা।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌সিকুজ্জামান ব‌লেন, উভয় ঘটনায় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা রুজু করা হ‌য়ে‌ছে। আটককৃত স্বামী-স্ত্রীসহ ৩‌ জন‌কে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। মাদ‌কের বিরু‌দ্ধে সালথা থানা পু‌লিশের এই অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ