ধনবড়ীতে বালিকা ফুটবল খেলোয়াড়দের খেলা পরিদর্শন করেন অফিসার ইনচার্জ ধনবাড়ী থানা
টাঙ্গাইলে ধনবাড়ীতে নিজেরা করির উদ্যোগে পাইস্কা
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায়।
পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩০ জন বালিকা ফুটবলারদের সাপ্তাহে তিনদিন প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সদ্য ট্রেনিং পাপ্ত
জহিরুল ইসলাম মিলন। প্র্যাকটিসের দিনগুলো হলো বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার
আজ বৃহস্পতিবার বালিকাদের প্র্যাকটিস পরিদর্শনে আসেন এবং মেয়ে ফুটবলারদের মাঝে দিকনির্দেশনামূল কথা বলেন,
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ধনবাড়ী উপজেলা বাসীর প্রিয় মুখ শ্রদ্ধাভাজন মোঃ-চাঁন মিয়া
তার সাথে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজি এম মোঃ রফিকুল ইসলাম খান, আরো উপস্থিত ছিলেন পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন তালুকদার সহ নিজেরা করির সদস্য বৃন্দ।
ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া বালিকা খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন
বাংলাদেশ মেয়ে ফুটবলার এখন অনেক ডিমান্ড, তোমরা মন চাইলেই এখান থেকে তোমাদের কেরিয়ার গড়তে পরবে। তোমরা যদি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা একদিন এখান থেকে জাতীয় দলে খেলবে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে,খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশের উন্নয়নে পুরুষের যেমন অধিকার নারিদেও তারচেয়ে কম নয়।তোমাদেরকে আরো সাহসী হতে হবে। বাল্যবিয়ে, নারী ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে তোমাদের সোচ্চার হতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তোমাদের সার্বিক সহযোগিতায় আমি করবো এবং খেলা দুলার যেকোনো বিষয়ে আমি তোমাদের পাশে থাকব।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫জুন/জই