আসাস আর প্রশ্বাসে
১৫ বছরেও পূরণ হয়নি বওলা গ্রামের সাধারণ মানুষের স্বপ্ন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বওলা গ্রামে বংশাই নদীর উপরে একটা ব্রিজের দাবি জানিয়ে আসছেন গ্রাম বাসী
১৫ বছরেও পূরণ হয়নি যদুনাথপুর ইউনিয়নের বওলা গ্রামের হাজারো মানুষের স্বপ্ন ও প্রাণের দাবি একটা “সেতু” আসাস আর প্রশ্বাস নিয়েই বাঁশের সাঁকো দিয়েই দীর্ঘ ১৫ বছর যাবত দৈনন্দিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করেন গ্রামের শিশু থেকে বৃদ্ধ এরই মধ্যে ঘটেছেও অনেক দুর্ঘটনা, নদীর ওপারে গ্রামের বড় হাট গ্রামটি কৃষিপ্রধান হওয়ায়
তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে নর বড়ে বাঁশের সাঁকো দিয়েই তাদের কৃষিপণ্য হাটে নিয়ে আসেন বংশাই নদীর ওপরে একটা ব্রিজ এর আশায় এখনো স্বপ্ন দেখে যাচ্ছেন বওলা সহ আশপাশের গ্রামের সাধারণমানুষ,আমির আলী নামের ৯০ বছর বয়সী এক বৃদ্ধ জানান, আশেপাশে দশ গ্রামের লোক ও স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন আমাদের গ্রামবাসীর দুর্ভোগ শেষ করে সরকার আমাদের এই নদীর উপর একটা ব্রিজ করে দিবে এইটা আমাদের গ্রাম বাসীর দাবি।
নদীর ওপারে বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এপারে আমিরপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পাশে রয়েছে একটি কমিনিউটি ক্লিনিক অসুস্থ অবস্থায় ঝুঁকি নিয়েই চলাচলে একমাএ বাঁশে সাঁকোই তাদে ভরসা।
বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন আমার বিদ্যালয়ের অধিকাংশই ছাত্র-ছাত্রী নদীর ওপারের তারা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের শাকো দিয়ে তারা স্কুলে আসেন।এরি মধ্যে কয়েক জন ছাত্র ছাত্রী আহত হয়েছে, এর মধ্যে সংশয় দেখা দিয়েছে তাদের বাবা,মা’ দের মাঝে
তাদের ছেলে মেয়ে দের অন্যান স্কুলে ভর্তি করাচ্ছে এতে করে আমার স্কুলের ছাত্র ছাত্রী’র সংখ্যা কমে যাচ্ছে প্রশাসন ও সরকারের কাছে যোর দাবি যানাচ্ছি অনতি বিলম্বে এখান একটা ব্রিজ করে দেয়ার জন্য।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯জুন/জই