• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভোলায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের প্রতীকী অনশন

সাব্বির আলম বাবু ভোলা প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

ভোলায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের প্রতীকী অনশন

করোনা ভাইরাসের মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেনের জন্য বাজেটে আর্থিক বরাদ্দ এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান দাবিতে সারা দেশের ন্যায় ভোলায় প্রতীকী অনশন পালন করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখা। ভোলা প্রেস ক্লাব চত্ত্বরে ভোলা জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রায় শতাধিক শিক্ষক, শিক্ষিকা এই প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন। কিন্ডারগার্টেন শিক্ষক আনোয়ার হোসেন বলেন, সরকার সকল কিছু খোলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় কিন্ডারগার্টেন এর শিক্ষকরা এখন মানবতর জীবন যাপন করছেন। তাদের বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে কাটছে তাদের দিন। অন্যদিকে বে-সরকারি শিক্ষকদের কোন প্রণোদনা দিচ্ছেনা। যদি শিক্ষা প্রতিষ্ঠান না খুলে তাহলে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য ভাতা কিংবা রেশন কার্ড চালু করার দাবি জানান। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা এখন বিভিন্ন গেমসে আসক্ত হয়ে পড়ছেন। তারা এখন বই এর বদলে মোবাইল গেমস খেলায় ঝুঁকছে। ফলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
এছাড়াও গ্রামের ছেলে-মেয়েদের ইন্টারনেট সুবিধা না থাকায় প্রাথমিক বা মাধ্যমিক এর গন্ডি পার হওয়ার আগে বিয়ে হচ্ছে, শিশুশ্রম কাজে ঝুঁকে পড়ছে। ফলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে বলে জানান। তাই শিক্ষা প্রতিষ্ঠান গুলো ধাপে ধাপে সিফট করে খুলে দেয়ার দাবি জানায়। প্রতীকী অনশনে বক্তারা বলেন, স্কুল বন্ধ থাকায় সকল শিক্ষকরা এখন কর্মহীন। কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা সবাই মধ্যবিত্ত পরিবারের, তাই তাদের অভাব-অনটনের কথা মুখ ফুটে কাউকে বলতে পারছে না। কিন্ডারগার্টেনের শিক্ষকরা স্কুলে শিক্ষকতার পাশাপাশি টিউশনির ওপর নির্ভরশীল। এ সময় তারা ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেনের জন্য বাজেটে আর্থিক বরাদ্দ এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানান। এ সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি মোঃ আব্বাস উদ্দিনের নেতৃত্বে প্রতীকী অনশনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ মোঃ তাহের, দপ্তর সম্পাদক ফয়জুন নেছা সোহেলি, আরটিভি ও যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, এনটিভির স্টাফ রিপোর্টার অফজাল হোসেন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী। এ ছাড়াও শিক্ষা সম্পাদক ইসরাফিল আলম, আর্দশ একাডেমি কিন্ডারগার্টেনের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাসনাইন, মোঃ রাশেদ প্রমূখ বক্তব্য রাখেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ