জবাফুল
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
এখানে তুমি একটু দাঁড়াও,জবাফুলের পাশে,
ছোট একটা জবা দুলছে,দুলছে উত্তর পাশে।
প্রজাপতি তবে বসেছিল , একটু তবে আগে,
তোমার হাতের ছুঁয়া ছিল,তোমার অনুরাগে।
হাসছো তুমি মৃদুস্বরে, জবাফুলের পাশে,
প্রজাপতি না হয় উড়ে যাবে, তোমার আশে পাশে।
কিছুবেলা আপন করে মাখো জবার গন্ধে,
তারায় তারায় স্বপ্ন বুঁনো ভালোবাসার ছন্দে।
যাচ্ছে তবে কতবেলা জবাফুলের গন্ধে,
কেমন করে প্রজাপতি উড়ে ফিরতি ডানার ছন্দে।
আমি না হয়, অবাক হয়ে থাকবো উঠোন পারে,
তুমি তবে প্রেম নিও, তোমার মনের ঘরে।
আকাশ যদি মেঘলা থাকে,ভাববে তুমি কি?
জবা তুমি হাতে নিও,তবুও দিও উঁকি।
বারান্দার ঐ কবুতরে,তুমি খেয়াল রাখো,
বৃষ্টি পড়ছে জবাফুলে,সেই কথা তুমি লিখো।
ভাববে তুমি আমার কথা,আছি তোমার পাশে
মনে যদি বেশি ধরে,তাকাও তুমি আকাশে।
আকাশের ঐ মেঘমালায়,থাকবো আমি ভেসে,
চাঁদের দেশের পালকি নিয়ে,উড়বো শূন্যের দেশে।
ভালোবাসার মালা গেঁথে,পড়াবো তবে গলায়,
কাছে তবে আরো আসো,যাচ্ছে চলে বেলায়।
সুখে তরে,সুখি হবো,জানবে তবে সবে,
জবা গাছে ফুল ফুটেছে, ভুলে গেলাম তবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুন/জই