ঝালকাঠি সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও দর্শনার্থীরা প্রতিদিন অনাহুতভাবে হতাহত হচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও দর্শনার্থীরা প্রতিদিন অনাহুতভাবে হতাহত হচ্ছে। হাসপাতালের মূল সড়ক থেকে হাসপাতালে প্রবেশের ৩শ মিটার পথটি বৃষ্টি-বাদল হলে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরে।। এই পথটুকু পেরিয়ে বিভিন্ন অটো রিক্সা এবং পা হেটে হাসপাতালে চিকিৎসা নিতে এসে আচার-পাছার খেয়ে হতাহতোর ঘটনা চলেছে। বর্তমান হাসপাতাল সংলগ্ন ২৫০ শয্যার হাসপাতাল নির্মানের কাজ দ্রুত গতিতে চলছে। অন্য দিকে গণপূর্ত বিভাগ পুরাতন হাসপাতালে ওয়াল, ফ্লোর টাইলস করে চলেছে। এই প্রকল্প গুলো লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণ করার জন্য করা হচ্ছে এবং জনস্বার্থ লঙ্গিত হচ্ছে। এই উন্নয়ন রোগীদের কোন ধরণের সেবা বা পরিসেবার ক্ষেত্রে কোন কাজে লাগছে না, শুধু অর্থ অপচয় ছাড়া। এ ব্যাপারে ঝালকাঠি সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী ক্ষোভ প্রকাশ করে বলেন, গণপূর্ত বিভাগকে সংক্ষিপ্ত এই সড়কটুকু সংস্কার করার জন্য বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো সত্বেও কোন পদক্ষেপ গ্রহণ করছে না। তারা শুধু হাসপাতালেল টাইলস বসিয়ে চলছে। মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলার বেতলস গ্রামের বারেক হাওলাদারের অসুস্থ্য স্ত্রী রাজিয়া বেগম(৫৮) কাঁদা-জলের সড়ক দিয়ে চিকিৎসা সেবা নিতে আসার সময় আছাড় খেয়ে গুরুতর আহত হয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৯জুন/জই