ভোলার মেঘনায় কোস্টগার্ড-জলদস্যু গুলি বিনিময়, ৩ দস্যু আটক
ভোলার মেঘনায় কোস্টগার্ড ও জলদস্যুদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় কোস্টগার্ড সদস্যরা জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ তিন দস্যুকে আটক করেছে।
সোমবার (৭ জুন) বিকেলে মেঘনার মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি দেশীয় পিস্তল, দুটি রাম দা এবং দুটি করাত। আটকরা হলেন- বাহিনী প্রধান জাহাঙ্গীর (৪৫) আবদুর রহিম (৪৭), নুর আলম (৪০)। তাদের বাড়ি ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নে বলে কোস্টগার্ড জানিয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট এসএম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে কোস্টগার্ড অভিযানে নামলে দস্যুরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি চালালে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ড ১২-১৫ রাউন্ড গুলি বিনিময়ের পর অস্ত্রসহ তিন দস্যুকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় ডাকাতি এবং অস্ত্র ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮জুন/জই