ভোলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতাধীন ভোলা জেলায় পরিচালিত মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী-২০২০ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্দিরভিত্তিক কল্যাণ ট্রাষ্ট এর উপ-পরিচালক বাপ্পি দেবনাথ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার, সনদ ও নগদ টাকা তুলেদেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপপরিচালক, স্থানীয় সরকার মামুন আল ফারুক, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে প্রমূখ।
এ বছর মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় জেলার ৪৯টি মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্র পরিচালিত স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮জুন/জই