ঝালকাঠিতে ২ দিন ব্যাপি বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২ দিন ব্যাপি বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার বেলা ১২টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালা আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসনে সভাপতিত্ব করেন। কাজী এবং অনিবদ্ধিত সম্পাদনকারীদের করণী বিষয়, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণে জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এনডিসি ও আরডিসি, সমাজ সেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এবং উপজেলা পর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা ৪টি উপজেলার অফিসার ইনচার্জ, এসিল্যান্ড এবং মহিলা বিষয়ক কর্মকর্তাসহ ৩০জন প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। বাংলাদেশ বাল্য বিবাহ প্রতিরোধ প্রতিরোধ প্রকল্পের আওতায় প্লান বাংলাদেশ এর আয়োজন করেছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭জুন/জই