পরিবেশ দিবসে চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশনের বৃক্ষরোপণ
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ৫ জুন পরিবেশ দিবসে চট্টগ্রামে গাছ রোপণ করে ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম মহানগর শাখা।
নগরীর কদম মোবারক এম. ওয়াই. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন এবং চেরাগি পাহাড় মোড়ে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ জামান জনি, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রিপন বড়ুয়া, সদস্য-সচিব আজিউর রহমান আশাফ, সদস্য শ্রীধাম কুমার শীল, ফারিহা তাসনিম সহ প্রমুখ।
ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এই কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের জনগণের প্রতি উন্নয়নের নামে বৃক্ষ নিধনের প্রতিবাদে সোচ্চার হওয়া এবং পরিবেশ প্রকৃতি রক্ষায় এগিয়ে আসার আহবান জানানো হয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭জুন/জই