স্পেনের বার্সিলোনায় ধর্ষনের জেরে চাঁদপুরের তানিয়া প্রধান (৩৪) কর্তৃক আরেক বাংলাদেশী আব্দুর রহমান লিটনের (৪৭) পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় স্পেন তথা ইউরোপ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে |মুখরোচক ঘটনার জম্ম দিয়েছে মুখে মুখে | এ সংবাদটি ফলাও প্রচার করে স্পেনের গনমাধ্যম।টক অব দ্য কান্ট্রি এখন তানিয়া -লিটন |
বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক এবং লিভটুগেদার চলে আসছিল | তানিয়া প্রধান তাঁর প্রথম স্বামী ইসমাইল কে ছেড়ে আব্দুর রহমানের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন |এছাড়া সম্প্রতি বাংলাদেশে গিয়েও একটি বিয়ে করেছেন | স্পেনের আওয়ামীলীগের নতুন কমিটির এক নেতার সাথে সখ্যতা করে সুন্দরী তানিয়া বাগিয়ে নিয়েছেন সম্পাদকীয় পদ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক |যেখানে অনেক ত্যাগী নেতাও সদস্য পদে স্থান পাননি |এছাড়াও তিনি কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সক্রিয় সদস্য হয়ে বেশ আলোচিত |বার্সেলোনার একজন প্রভাবশালী۔ব্যবসায়ী ও۔ কমিউনিটি নেতার সাথেও ছিলো এক সময় ঘনিষ্টতা | তানিয়া প্রধানের গ্রামের বাড়ি চাদপুরে এবং আব্দুর রহমান লিটনের বাড়ি নরসিংদী।
আব্দুর রহমান লিটনের রেষ্টুরেন্টে তানিয়া বেশ কিছুদিন থেকে কাজ করার সুবাদে বেশ কয়েকবার জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেছেন পুলিশের কাছে এমন۔۔ দাবি করেছেন জিজ্ঞাসাবাদে তিনি এবং ঘটনার দিন পূনরায় আবার ধর্ষণ চেষ্ঠাকালে ধারালো দিয়ে পুরুষাঙ্গ কর্তন করেন। এ ঘটনায় পুলিশ তানিয়াকে গ্রেফতার করে।জামিন নামঞ্জুর করেছে ,স্থলেই লিটনকে জিজ্ঞাসাবাদ করা হবে ধর্ষণের চেষ্টার অভিযোগে |বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন |তার সফল অস্ত্রোপচার হয়েছে |
বিভিন্ন সূত্রে জানা যায় ,তানিয়া -লিটন স্বামী স্ত্রীর মতোই পরিচিত ছিলেন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছে |বাংলাদেশি দম্পতি হিসেবে তারাও পরিচয় দিতেন সবাইকে |মিথ্যা অভিযোগের কারণে ফেঁসে যেতে পারেন۔۔ তানিয়া প্রধান |লিটনের জব্দকৃত মোবাইলে অন্তরঙ্গ অনেক ভিডিও ছবি ও ঘটনা তদন্তে বেরিয়ে আসবে মূল রহস্য |
নাম প্রকাশে অনিচ্ছুক এক কমিউনিটি নেতা জানান লিটনের মালিকানাধীন বার ,তাঁর নামে লিখে না দেওয়ার কারণেই ক্ষিপ্ত এ ঘটনা ঘটিয়েছে তানিয়া প্রধান |
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪জুন/জই