ঝালকাঠিতে প্রজনন স্বাস্থ্য সেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ রোধে কর্মপরিকল্পনা সভা।
ঝালকাঠিতে কমিউনিটি স্কোর কার্ড এবং প্রজনন স্বাস্থ্য সেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতি রোধে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্লান ইন্টারন্যাশনালের ইয়েস বাংলাদেশ এর আয়োজন করেছে। শিক্ষক, ইমাম, কাজী, ইয়েস সদস্য ও কিশোর কিশোরী সহ ৩০ জন এতে অংশগ্রহণ করেছে। জেলা প্রশাসকের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভার প্রস্তুতি নেয়ার জন্য এই কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে। সিনিয়র সিটিজেন মনোয়ার হোসেন খানের সভাপতিত্বে এই সভায় নারী নেত্রী ইসরাত জাহান সোনালী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, জেলা আওয়ামীলীগের যূগ্ন সম্পাদক তরুণ কর্মকার, ইয়েসের পক্ষ থেকে উম্মে আয়মান জ্যোতি ও নয়ন তালুকদার বক্তব্য রাখেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪জুন/জই