হাতীবান্ধায় বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠান হেল্প এর কমিটি গঠন: ফরহাদ সভাপতি, শাকিল সম্পাদক
স্ব-ইচ্ছায় করলে রক্তদান, বাঁচতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় সেচ্ছাসেবী সামাজিক ও বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠান ‘হেল্প’র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত রবিবার (৩০ মে) সন্ধ্যায় ‘হেল্প’ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আনোয়ারুল হক এ কমিটি ঘোষণা করেন। এ সময় ‘হেল্প’ এর কার্যনির্বাহী কমিটিতে ফরহাদ শাহ সভাপতি ও শাকিলুজ্জামান শাকিলকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদি ৫১ সদস্যর একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ সময় বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠান ‘হেল্প’ এর উপদেষ্টা নাজমুল কায়েস হিরু, প্রতিষ্ঠাতা হাফিজার রহমান রন্জু, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্সসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই