এতিম শিশুদের কয়লা খনিতে কাজে পাঠাল উ. কোরিয়া
উত্তর কোরিয়ার বিরুদ্ধে এবার এতিমখানায় থাকা শিশুদেরকে কয়লা খনিতে কাজে পাঠানোর অভিযোগ উঠেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন কিছু ছবি প্রকাশের পরই স্বোচ্চার হয়ে উঠেছে আন্তর্জাতিক মানবাধিকার এবং শিশুদের অধিকার রক্ষায় কাজ করা সংস্থাগুলো।
যদিও উত্তর কোরীয় কর্তৃপক্ষের দাবি, ওইসব শিশুরা স্বেচ্ছায় খনিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে কোনো প্রামাণ দেখাতে পারেনি দেশটি।
অন্যদিকে শিশুদের কয়লা খনির মতো বিপদজ্জনক জায়গায় কাজে ঠেলে দেওয়ার জন্য উত্তর কোরিয়া সরকারের ব্যাপক সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
উত্তর কোরিয়ার অনাথ শিশুরা দেশটির খনি ও কৃষিখামারগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে- শনিবার (২৯ মে) দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বিবিসি।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শত শত শিশু ‘বুদ্ধিমত্তা ও সাহস নিয়ে তাদের তারুণ্যের সময়ে’ দেশের জন্য কায়িক শ্রম দেওয়াকে বেছে নিয়েছে।
বিবিসি জানিয়েছে, ওই শিশুদের বয়সের ব্যাপারে কিছু বলেনি কেসিএনএ। তবে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, এরা সবাই কিশোর বয়সী।
গত কয়েক দিন ধরেই উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমগুলোতে শিশুদের স্বেচ্ছাশ্রমের প্রশংসা করা হয়েছিল। শনিবার কেসিএনএ জানিয়েছে, ৭০০ শিশু কারখানা, কৃষিখামার ও বনাঞ্চলে কাজ করছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই