ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আসছে রোববার রাতে
প্রাণঘাতী করোনার সংক্রমণরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার রাতে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এর আগে দুপুরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ফ্লাইট জটিলতার কারণে রোববার টিকা আসছে না বলে জানিয়েছিল তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন রোববার (৩০ মে) বিকেলে গণমাধ্যমকে বলেন, আজকেই ফাইজারের টিকা আসছে। ব্রিফিংয়ের আগ পর্যন্ত আমাকে জানানো হয়েছিল ফ্লাইট জটিলতার কারণে রোববার টিকা আসছে না।
ব্রিফিং শেষে পরে আবারও ফোনে জানানো হয়েছে যে রাতেই টিকা আসছে। রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে টিকা দেশে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই