• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

‘ফরিদপুর জেলা প্রশাসনে সৃজিত হলো তারা উদ্যান’

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

‘ফরিদপুর জেলা প্রশাসনে সৃজিত হলো তারা উদ্যান’
ফরিদপুর জেলা প্রশাসনে সৃজন করা হয়েছে ফলদ, বনজ, ঔষুধি ও রঙবেরঙ্গের নানা ফুলের গাছের সমন্বয়ে তারা উদ্যান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহানায়ক বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এ উদ্যান।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের চিন্তা ও পরিকল্পনায় কার্যালয়ের দ্বিতীয় তলার ছাদে এ উদ্যান সৃজন করা হয়েছে। আজ ৩০ মে, ২০২১ খ্রিস্টাব্দ রবিবার সকাল ১০ টায় উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তাসলিমা আলী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) তানিয়া আক্তারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্যানে মোট ৫০ প্রজাতির ১শটি ফলদ, ঔষুধি ও ফুলের গাছ রোপন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে গৌড়মতি আম, বারি ফোর আম, বারী এগার আম, ব্রনাই কিং, আমেরিকান ক্যাট, কাটিমন ব্যানানা, সূর্য ডিম, পলমল, ছাতকের কমলা, আস্ট্রেলিয়া কমলা, চায়না কমলা, দার্জেলিং কমলা, পাকিস্তানি বেদানা, লাল বেদানা, করমচা, জলপাই, থাই মালটা, বারি-১ মালটা, বেরিগেড মালটা, পয়সা মালটা, থাই জাম্বুরা, লটকন, লিচু-চায়না, থ্রি সাতকরা ফল, কুল কাশমেরী, কুল বল সুন্দরী, কুল সীডলেস, লেবু চায়না, লেবু থাই, লেবু হাইব্রিড, বেল হাইব্রিড, কদবেল হাই ব্রিড, কামরাংগা , লাল জামরুল, আমলকি, হাসনা হেনা, ড্রাগন সাদা, ড্রাগন লাল, ড্রাগন হলুদ, থাই ছবেদা, সাদা জাম, থাই আমড়া, কাওফল, ডাওয়া, চালতে, স্থলপদ্ম, শরিফা ফল (থাইল্যান্ড), আঙ্গুর, পেয়ারা, জাপাটি কাবা (ব্রাজিল), শান তৈল (ফিলিপাইন), লংগান (থাইল্যান্ড), থাই তেতুল, এব্যাকোডা (আমেরিকান), লাল আতা, কালো জাম, বহেরা, রেড লেডি পেঁপে, চেরি ফল (থাইল্যান্ড), থাই লাল কাঁঠাল, লজ্জাবতি গাছ, শোরভকাঠি লাল পেয়ার, শোরভকাঠি পেয়ার, থাই পেয়ারা, লাল বেদানা, রয়েল ফল, আলু বোখরা ইত্যাদি।

উদ্যান সৃজন সম্পর্কে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, মুজিববর্ষে বিভিন্ন কর্মকান্ডের অংশ হিসেবে আমরা শত প্রজাতির গাছ নিয়ে এই বাগান সৃজন করেছি। এটা সৌন্দর্য বর্ধনে ভূমিকা রাখবে। পুরো অফিসটাকে সবুজ রূপ দেয়ার চেষ্টা করছি। পরিবেশের সুস্থতা রক্ষার্থে আমরা অফিসটাকে গ্রীন অফিসে পরিণত করতে চাই, যেন এই অফিসটি অন্য মানুষ ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করে। অফিস বাসা-বাড়ির আঙ্গিনা, সব জায়গায় যেন আমরা বৃক্ষ রোপনের জন্য তিনি আহবান করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ