ঝালকাঠির সুগন্ধা নদীর দক্ষিণ তীরবর্তী বারৈকরণ কুতুবনগর ভেরিবাঁধটি ইয়াসের প্রভাবে ভেঙ্গে গেছে।
ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলায় পানি বৃদ্ধি পেয়ে গ্রামাঞ্চলের বাড়ি ঘরে পানি উঠেছে। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী অনেক এলাকায় ভেরিবঁাধ অনেক এলাকার ভেরিবাঁধ ভেঙ্গে ফসলি জমিতে প্রবেশ করেছে এবং কিছু কিছু মাছ চাষের ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। নদীতে উত্তাল তুফান রয়েছে এবং মাঝে মাঝে ধমকা বাতাসের সাথে হালকা ও ভারি বৃষ্টিপাত হয়েছে। জেলার নিম্মাঞ্চল খ্যাত কাঠালিয়া উপজলায় ক্ষয় ক্ষতির পরিমান বেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঝালকাঠির সুদন্ধা নদীর দক্ষিণ তীরবর্তী বারেকরণ খেয়াঘাট সংলঘ্ন কুতুবনগর ভেরিবাঁধটি ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে নদীর উত্তাল ঢেউয়ে ভেঙ্গে গাছপালা নিয়ে নদীতে বিলিন হয়েছে। এই ভেরিবঁাধের আওতায় ২ হাজার একর ফসলি জমি ও ৫শ পরিবারের প্রায় ২ হাজার মানুষের বসবাস হুমকির মুখে পড়েছে। ২০০০ সালে বারৈকরণ খেয়াঘাট থেকে পূর্বদিকে ১.২৫ কি:মি: ভেরিবঁাধ নির্মাণ করা হয়। বিভিন্ন সময় ভেরিবাঁধটি ক্ষতিগ্রস্থ হয়। ঘূর্নিঝড় আম্ফান আসার পূর্বে ভেরিবঁাধটি গুনগত মান বজায় রেখে পানি উন্নয়ন বোর্ড সংস্কার করে। কিন্তু আম্ফানের আঘাতে ভেরিবঁাধের ৫০ ভাগ ক্ষতিগ্রস্থ হয় এবং বর্তমান ইয়াসের প্রভাবে উত্তাল তুফানে ভেরিবঁাধটি এবার সম্পূর্ণ ভেঙ্গে গেছে। ভেরিবঁাধের ফসলি জমির পাশাপাশি মসজিদ ও মাদ্রাসা এবং ভেরিবঁাধ এলাকার দোকান-পাট হুমকির মধ্যে রয়েছে। বুধবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ বাঁধ সরেজমিন দেখে গেছেন এবং বঁাধ নিমার্ণের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি এলাকার জনগণকে দিয়েছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৭মে/জই