করোনা আক্রান্ত সিলেটের সাংবাদিক আমির হোসেন সাগর
চলতি মাসের ২২তারিখ হতে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন সিলেটের সাংবাদিক আমির হোসেন সাগর।
আমির হোসেন সাগর সাংবাদিকতার পাশাপাশি একজন জনপ্রিয় ইউটিউবার।সিলেটের ম্যাগাজিন নামে তিনি জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল গড়ে তুলে অসহায় ও অস্বচ্ছল মানুষের কল্যাণে নিবিত প্রাণ হিসেবে কাজ করছেন।তার এ কাজে জনমুখে গরিবের বন্ধু হিসেবে খ্যাত তিনি।জনদরদী সাগর নিষ্ঠাবানের সাথে মানুষ ও দেশের কল্যাণে কাজ করায় ইতিমধ্যে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন অকুণ্ঠ ভাবে।
করোনার প্রথম ধাপে সাধারণ মানুষকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলে কারোনা থেকে নিরাপদ রাখার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।জীবনের ঝুঁকি নিয়ে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালান সিলেটের সর্বত্র।
সাগরের সাথে একান্ত কথা বলে জানা গেছে,তিনি ১৮মে হতে অসুস্থতা অনুভব করলে স্হানীয় একজন ডাক্তারের পরামর্শে করোনা টেস্ট করেন।করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ আসলে তিনি যথারীতি কোয়ারান্টাইনে সময় পার করছেন।ওষুধ সেবন করছেন।
সাংবাদিক আমির হোসেন সাগর একাধারে এক যুগেরও বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করছেন।তার সততা ও আন্তরিকতায় মুগ্ধ সাংবাদিক মহল।
করোনা আক্রান্ত সাংবাদিক আমির হোসেন সাগর তার আশু রোগ মুক্তির জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬মে/জই