ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে বরিশালে গণসংহতি আন্দোলনের সমাবেশ
আজ ১৯ মে (বুধবার) বিকেল ৪ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতি নিন্দা ও ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানাতে সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ থেকে বক্তারা, দীর্ঘ সত্তর বছর যাবত ইসরাইল রাষ্ট্র যেভাবে ফিলিস্তিনি জনগণের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পাশাপাশি ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, সারা বিশ্বের মজলুম মানুষ আজ নিপীড়িত, শোষিত ও বঞ্চিত। ইসরালের জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি মুক্তিকামী জনগণ যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে আমরা তাদের লড়াইয়ের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাই। সারাবিশ্ব ব্যাপী শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।
দেওয়ান নীলু আরো বলেন, বাংলাদেশে আজ ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকার জনগণের ঘাড়ে চেপে বসেছে তার বিরুদ্ধের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শারীরিক ও মানসিক হেনস্তা, মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার মুক্তি দেওয়া হোক।
এ সময় বক্তারা বলেন, ইসরাইল রাষ্ট্রের মতো সারা বিশ্বব্যাপী জায়নবাদী শাসন ব্যবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের কোন বিকল্প নেই।
সাকিবুল ইসলাম শাফিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য আরিফুর রহমান মিরাজ, চরমোনাই ইউনিয়ন কমিটির আহবায়ক মোঃ সোহাগ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. এ কে আজাদ, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলার সমন্বয়ক মোস্তাক আহমেদ শামিম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শিকদার প্রমুখ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০মে/জই