দেশের ও প্রবাসের সকলকে ঈদ শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিভাগ সমিতি ইতালী সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল কায়েছ।
তিনি তার বাণীতে ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে বা প্রলোভন দেখিয়ে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়ে বাণীতে তিনি বলেন, আল্লাহর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি সমাজ জীবনে প্রতিফলিত হলেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ কমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, রমজানের সিয়াম সাধনা অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ।
করোনাকালের এই ঈদে সকলকে নিরাপদে ও সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধী মেনে ঈদ উদযাপন করার আহ্বান জানান। এবং বাণীতে ইমরুল কায়েছ পবিত্র ঈদুল ফিতর সবার জন্য কল্যাণ বয়ে আনুক, সবার মধ্যে উঠুক আত্মত্যাগের মহিমা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৫মে/জই