• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

বাংলাদেশ হাইকমিশনের চাকরির পোর্টাল দেখে ‘হতবাক’ মালয়েশিয়া

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১২ মে, ২০২১

বাংলাদেশ হাইকমিশনের চাকরির পোর্টাল দেখে ‘হতবাক’ মালয়েশিয়া

বাংলাদেশ হাইকমিশনের চাকরির পোর্টাল দেখে ‘হতবাক’ মালয়েশিয়া
আলোচনা না করে চাকরি খোঁজার একটি পোর্টাল চালু করায় বাংলাদেশ হাইকমিশনের ওপর ‘বিব্রত’ এবং ‘হতবাক’ হওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়।

এপ্রিলের ৮ তারিখ বাংলাদেশ হাইকমিশন ‘চাকরির খোঁজ’ নামে একটি পোর্টাল চালু করে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে পোর্টালটির বিষয়ে অবহিত করা হয়।

মালয়েশিয়ান প্রশাসনের দাবি, স্থানীয় নীতিমালা ভঙ্গ করে পোর্টালটি করা হয়েছে এবং কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।

কর্মকর্তারা বলছেন, ‘সম্ভাব্য মালয়েশিয়ান নিয়োগদাতারা এই পোর্টালের কারণে বিভ্রান্ত হবেন।’

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন, ‘মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করেই চাকরি খোঁজার পোর্টাল চালু করা দেখে আমি হতবাক। একটি হাইকমিশনের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ অযৌক্তিক। বিদেশি কূটনৈতিক কোনো মিশনের যে দায়িত্ব তা এই পদক্ষেপকে সমর্থন করে না।’

‘নিয়োগ সেবার দৃষ্টিকোণে আমাদের সরকার থেকে একটি পোর্টাল (MyFutureJobs) আছে। এখানে দেশীয় চাকরির বিজ্ঞাপন দেয়া হয়, বিদেশি শ্রমিক এবং বিশেষজ্ঞরা তার মাধ্যমে কাজ পেতে পারেন।’

‘সাধারণ মানুষ বিশেষ করে স্থানীয় চাকরিদাতাদের কাছে এটি বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বলে আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

বাংলাদেশ হাইকমিশন থেকে আগে বলা হয়েছে, ঝামেলাহীনভাবে প্রবাসী শ্রমিকদের চাকরির সন্ধান দিতে পোর্টালটি খোলা হয়েছে।
সূত্র -দেশ রুপান্তর পত্রিকা
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ