ধনবাড়ী তে ৩৬৫ জন স্কুলছাত্রীকে ঈদ উপহার দিয়ে আলো ছড়ালো স্কুল সভাপতি মাসউদুউল আলম উচ্ছল
করুনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশ যখন হিমশিম খাচ্ছে, মধ্য ও নিম্নবিত্ত পরিবারের মানুষ যখন দিশেহারা ঠিক এই সময়
টাঙ্গাইলের ধনবাড়ী তে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৬৫ জন শিক্ষার্থীকে ঈদ উপহার দিয়ে আলো চনায় এসেছেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষা অনুরাগী মাসউদুল আলম উচ্ছল।
ঈদ উপহার এর মধ্যে ছিল ১ লিটার তেল, সুগন্ধি সাবান ১ টি কাপড় কাচা সাবান ১টি,লুডুস ১ পেকেট, সেমাই ১ প্যাকেট, চিনি ১ কেজি এক প্যাকেট আরো ইত্যাদিউপহার সামগ্রী ছিল।
ঈদ সামগ্রী বিতরণ এসময় উপস্থিত ছিলেন
ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার -রশিদ হীরা, পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার,
বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবুল, নিজেরা করি’র টাঙ্গাইল জেলা সমন্বয়ক মোঃ ফজলুর রহমান সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারুনার-রশিদ হীরা বলেন
মাসউদুল আলম উচ্ছল একটা ইতিহাস টাঙ্গাইল জেলায় এরকম কোন স্কুলের সভাপতি আমি পাইনি যে স্কুলের ছাত্রীদের কথা ভেবে ৩৬৫ জন স্কুল ছাত্রীকে ঈদ উপহার বিতরণ করেন আমি উচ্ছল কে ধন্যবাদ জানাই।
আর যদি উচ্ছল আমার সাথে উপহারের বিষয়টি সমন্বয় করত তাহলে উপহারের পরিমাণটা আমি আরো পারতাম।
তবে আগামীতে এই ঈদ উপহারআরো বড়সড় যেন করা যায় আমি সেই চেষ্টা করব।
পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
তোফাজ্জল হোসেন তালুকদার বলে
করুনার মহামারীতে মানুষের জীবন যখন থমকে দাড়িয়েছে, ঠিকমতো তিনবেলার খাবার জোগাড়ে মানুষ হিমশিম খাচ্ছে, ঈদের আনন্দ তখন দূরভিসন্ধি এর মত।
ঠিক এই সময় ঈদের আনন্দকে বাড়িয়ে দেয়ার জন্য শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজির হন আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল, এতে করে শিক্ষার্থীদের ঈদের আনন্দ অনেক বৃদ্ধি পেয়েছে।
শিক্ষার্থীদের কাছে জানতে তাইলে তারা বলেন এই ঈদ উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২মে/জই