• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

১৯ মে থেকে অষ্ট্রিয়া স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে- প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ

ফারজানা শাহাজাদা লাভলী ভিয়েনা থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

১৯ মে থেকে অষ্ট্রিয়া স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে- প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ
আজ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের নেতৃত্বে সরকারের নীতি-নির্ধারকদের সাথে দেশের অংশীদারদের বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ(ÖVP) বলেন, আমরা গ্যাস্ট্রনোমি, পর্যটন, সংস্কৃতি এবং খেলাধুলা সব খুলে দিচ্ছি ।
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরকারের উপ প্রধান ও খেলাধুলা বিষয়ক মন্ত্রী ভার্নার কোগলার (Greens),স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন (Greens) এবং পর্যটনমন্ত্রী এলিজাবেথ কষ্টিংগার(ÖVP)।
সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ সবকিছু খোলার ঘোষণা দিয়ে বলেন,ফুটবল থেকে ব্রাস ব্যান্ড সংগীত সবই খুলে দেওয়া হচ্ছে ১৯ মে থেকে। এখন আমাদের সকলের জন্য আনন্দের দিন এবং দেশের “অর্থনীতির জন্য পুনর্জীবন” তবে আমাদের অবশ্যই যথেষ্ট সতর্কতার সাথে চলতে হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, সাত মাস পর এই প্রথম আজ আমাদের দেশে করোনার দৈনিক সংক্রমণ এক হাজারের নীচে নেমে এসেছে। এটাও আমাদের জন্য একটি সুসংবাদ ও স্বস্তির নিঃশ্বাস।
সেবাস্তিয়ান বলেন,বিবাহ, ক্লাব পার্টি,ডিসকো এবং নৈশকালীন রেস্টুরেন্ট এবং অন্যান্য প্রতিষ্ঠান খোলার জন্য ১ জুলাই পর্যন্ত আরও অপেক্ষা করতে হবে।
আমরা সকলের সহযোগিতায় করোনার তৃতীয় তরঙ্গও সফলতার সাথে পাড় হতে পেরেছি। তিনি সংবাদ সম্মেলনে আরও অবগত করেন দেশে প্রায় ১০ লাখ লোক করোনার ভ্যাকসিনের উভয় ডোজ গ্রহণ করেছেন এবং প্রায় ২৬ লাখ লোক করোনার প্রথম ডোজ গ্রহণ করে এখন দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন,যারা করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদেরও স্থানীয় প্রশাসনের নিয়মাবলি মেনে চলার অনুরোধ করেন। তিনি সবশেষে বলেন,সার্বিক দিক দিয়েই অস্ট্রিয়ার করোনা পরিস্থিতি উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।
সরকারের উপ প্রধান ভার্নার কোগলার বলেন, যে অস্ট্রিয়াতে জীবন আবার রঙিন হয়ে উঠছে এমন এক আনন্দের বিষয়, তবে তারপরেও একজনকে “কমিয়ে দেওয়া” উচিত নয়: “আমরা কীভাবে সব কিছু বিকাশ করবে সেদিকে নজর রাখব।” আঞ্চলিক উপকরণ লড়াই এটি “পছন্দের মাধ্যম”, তবে জনসংখ্যাকেও অবশ্যই দায়িত্ব নিয়ে বেঁচে থাকতে হবে। কোগলার বিশেষত দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে তাদের স্ট্যামিনা এবং “গঠনমূলক সহযোগিতা” করার জন্য ধন্যবাদ জানান।
স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগাং মুকস্টাইন বলেন,যারা করোনার ভ্যাকসিন বা টিকা গ্রহণ করবে তাকে তিন মাস করোনার পরীক্ষা করতে হবে না। তিনি বলেন,আগামী জুন মাসের মধ্যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভ্যাকসিন গ্রহণ সম্ভব হবে।করোনার প্রথম টিকা গ্রহণের পর আপনাকে তিন মাসের জন্য আর পরীক্ষা করতে হবে না। দ্বিতীয় টিকা গ্রহণের পর ছয় মাস আর করোনার পরীক্ষা করতে হবে না। পূর্বে যারা টিকা গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে, পরীক্ষার ছাড়টি টিকা দেওয়ার সময় থেকে নয় মাসের জন্য প্রযোজ্য। বহুল আলোচিত গ্রীন পাস চালু হলে তখন ব্যাপারটা আরও সহজতর হয়ে যাবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান,১৯ মে থেকে হোটেল- রেস্টুরেন্ট,খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গন খুলে দেওয়া হলেও কারফিউ বা প্রস্তান নিষেধাজ্ঞা রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বলবৎ থাকবে।এফএফপি২ মাস্কের নিয়ম অব্যাহত থাকবে। রেস্টুরেন্ট খাবারের টেবিলে বসার পর আর মাস্ক পড়তে হবে না তবে ওয়েটার ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সব সময় মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছে ৮২০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ জন।
গত ১২ অক্টোবর ২০২০ এর পর অর্থাৎ প্রায় সাত মাস পর অস্ট্রিয়ায় করোনার দৈনিক সংক্রমণ ১,০০০ হাজারের নীচে নামল।
আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৯১ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Steiermark রাজ্যে ১৮৮ জন,NÖ রাজ্যে ১১৫ জন,OÖ রাজ্যে ১০৪ জন,Tirol রাজ্যে ৮৫ জন, Vorarlberg রাজ্যে ৪৩ জন,Salzburg রাজ্যে ৩৮ জন, Kärnten রাজ্যে ৩১ জন এবং Burgenland রাজ্যে ২৫ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়া করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ২০,২০৫ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩৬,৩২,৮৭৯ জন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৩১,৮৯৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ২০,৩৯২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৬,০৬৩ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ৩৮৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৩৫৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ