বাংলাদেশে ব্লে বেবেওসি নিয়ে আটকে পড়া গ্রীস প্রবাসীদের জন্য সুখবর
ব্লে বেবেওসি নিয়ে বাংলাদেশে ফ্লাইট জটে আটকে থাকা গ্রীস প্রবাসীদের সকল সমস্যার অবসান হয়েছে।আটকে পড়া প্রবাসীদের জন্য “গ্রীস দূতাবাস” (নয়াদিল্লি) থেকে আশার বাণী আমাদের হাতে এসেছে।
ফ্লাইট সমস্যায় আটকে পড়া প্রবাসীদের,সবাইকে গ্রীসে ফিরতে,ভারতের নয়াদিল্লীর “গ্রীস দূতাবাস”য়ে যোগাযোগ করার মাধ্যমে ভিসা/সুপারিশপত্র সংগ্রহ করতে হবে।
যেহেতু,এই মুহূর্তে ভারতের ভিসা প্রক্রিয়া বন্ধ রয়েছে সে হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ভারতে না গিয়ে বাংলাদেশ থেকে বা অনলাইনে যেনো এই ব্যাপারে সবাই আবেদন করে ভিসা/সুপারিশপত্র গ্রহণ করতে পারেন।অথবা গ্রীস দূতাবাস নয়াদিল্লির যেনো D-ENTRY ভিসার জন্য সবাইকে এ্যাপায়ন্টমেন দেয়।
ইতিমধ্যে ভারতে অবস্থিত “গ্রীক দূতাবাস” ইমেইলে এই ব্যাপারে কনফার্মেশন করেছে যে,
Dear Sir/Madam
The consular office of Greece will soon start accepting applications for visas. For those who face problems with the blue certificate will be given a visa to return to Greece in accordance with the provisions in force.Thank you for your understanding.
Kind Regards,
Embassy of Greece in New Delhi
Consular Office
EP-32, Dr. S. Radhakrishnan Marg
Chanakyapuri, New Delhi, 110021
Tel: 26880700 II
বাংলায় পড়ুন:
“প্রিয় স্যার / ম্যাডাম
গ্রিসের কনস্যুলার অফিস ভিসার জন্য আবেদন গ্রহণ করতে শিগগিরই কার্যক্রম শুরু করবে।যারা নীল প্রশংসাপত্র/ব্লে বেবেওসি নিয়ে সমস্যায় পড়েছেন, তাদের গ্রীস আইন অনুযায়ী,বিধান মেনে গ্রীসে ফিরে যাওয়ার ভিসা দেওয়া হবে।”
“শিগগিরই বাংলাদেশে,আটকে পড়া সকল প্রবাসীরা,ভারতের নয়াদিল্লির গ্রীস দূতাবাসের ভিসা/সুপারিশপত্র নিয়ে গ্রীসে ফিরে যেতে পারবেন”।
বিডিনিউজ ইউরোপ/১২ নভেম্বর /বার্তা সম্পাদক