ঝালকাঠিতে ৬০ জন কৃষককে অ্যারাইজ তেজ গোল্ড জাতের হাইব্রিড ধানের বীজ বিতরন ।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কেন্দ্রে সদর উপজেলার ৫ টি ইউনিয়নের ৬০ জন কৃষককে ২ কেজি করে অ্যারাইজ তেজ গোল্ড জাতের হাইব্রিড ধানের বীজ বিনা মূল্যে প্রদান করেছে বায়ার ফর বাংলাদেশ। কৃষি অগ্রগতি ও ধান উৎপাদনের পরিমান বৃদ্ধির লক্ষে এটি বায়ার প্রচেস্টা। এটি একটি চেকন দানার অধিক ফলনশীল জাতের ধান । এই ধান পাতাপোড়া রোগ প্রতিরোধী হাইব্রিড ধান এর উৎপাদন হেক্টর প্রতি সাড়ে ৮ থেকে ৯ মেট্রিকটন। এই চালের ভাত ঝরঝরে ও সুস্বাদু। বীজ বিতারন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিফাত সিকদার কৃষকদের মধ্যে বীজ বিতরন করেন। এ সময় বায়ার প্রতিনিধি টেরিটরী ম্যানেজার কাজী ওমর ফারুক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ/১২ নভেম্বর /বার্তা সম্পাদক