আজ সোমবার থেকে কিভাবে কি নিয়মে দোকানপাট রেস্টুরেন্ট খোলা থাকবে।
✅১৩০৩৩ নাম্বারে ৬ কোডে এসএমএস দিয়ে বের হতে হবে।।
✅ রেস্টুরেন্টের ভিতরে বসা নিষিদ্ধ। সকল বসা টেবিল থাকবে বাহিরে উন্মুক্ত স্থানে ।
✅ গান সংগীত লাইভ নিষিদ্ধ।(নাইট ক্লাব গেদারিং কনসার্ট)
✅ সকাল ৫টা থেকে রাত১০:৪৫, পর্যন্ত খোলা থাকবে। (১১ টার পর থেকে কারফিউ)
✅১৫ই মে পর্যটন উন্মুক্ত ও আন্তঃনগর ভ্রমণের অনুমতি দেয়া হবে।
✅ খাবারের পর পর প্রতি টেবিল জীবাণুমুক্ত করা বাধ্যতামূলক ও উভয়কে মাক্স পড়া বাধ্যতামূলক।
✅ বিমানবন্দর ও ট্রেন স্টেশনে শুধু টেইক এওয়ো।
✅ প্রতিটি টেবিল এর দূরত্ব দেড় মিটার এবং পড়ার টেবিলের সর্বোচ্চ ৬ জন।
✅ সপ্তাহে দুই সেলফ টেস্ট বাধ্যতামূলক।
✅ সেলুন এবং ব্যক্তিগত স্বাস্থ্যপরিষেবা সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
উল্লেখ্য গ্রিক সরকারের সিদ্ধান্ত যেকোন সময় পরিবর্তন হচ্ছে ইদানীং লক্ষ্যনীয় সেক্ষেত্রে উপরে উল্লেখিত সিদ্ধান্ত সমূহ বর্তমানে ঘোষিত যদি পরবর্তী পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩মে/জই