রৌদ্র স্নান
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
সকালের কিছুটা রৌদ্র নিতে পারো
ঝলমলে সূর্যের কিরণে,
চাইলেও স্নান সারতে পারো
রঙিন শাড়ীর আঁচলে।
বাহারি খোপার ক্লিপ খুলে
কেশকে করতে পারো জলে উন্মুক্ত,
লতানো অঙ্গে অঙ্গে মেখে নিতে পারো
সুবাস।
নিজ চিত্র জলে গভীর থেকে গভীরে
ঝরনার মতন জল ঝরাতে পারো,
হাত বালার জল ছিটিয়ে নিতে পারো
ফর্সা বর্ণের অঙ্গে।
তুমি চাইলেও শরীর থেকে রঙিন শাড়ী
অবমুক্ত করতে পারো,
ছুঁইবার মতন এখানে কেউ নেই।
তুমি তোমার আঙ্গিনার জলে জলে
অগ্রসর হতে পার,
হতে পার অবমুক্ত।
সকালের কিছুটা রৌদ্র নিতে পারো,
চাইলেও ঝলমলে সূর্যের কিরণে
স্নান সারতে পার।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩মে/জই