হবিগঞ্জে চুনারুঘাটে নিখোঁজের ১৪ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাটে নিখোঁজের ১৪ দিন পর লাল বানু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার উলুকান্দি গ্রামের ধানের জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে চুনারুঘাট উপজেলার তাজউদ্দিনের স্ত্রী।
নিহত লাল বানুর ছোট বোন নুরনাহার অভিযোগ করে বলেন আমার বোন কে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে।
এই বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ জানান, গত তিন রমজান থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিল। বিকেলে ধানী জমিতে কৃষকরা গেলে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশ কে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো জানান, কি কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১মে/জই